X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বসতভিটায় পানি, ডিমলার ৩৩ পরিবার এখনও বাঁধে

নীলফামারী প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ২০:৪৬আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২০:৫৭

পানিতে তলিয়ে থাকা বসতভিটা (ছবি- প্রতিনিধি)

বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাড়ি ফিরেছে নীলফামারীর ডিমলার পাঁচ শতাধিক পরিবার। তবে কোমর সমান পানিতে বসতভিটা তলিয়ে থাকায় এখনও তিস্তা ব্যারেজের ডানতীর বাঁধ ছাড়তে পারেনি এ উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের আরও ৩৩টি পরিবার। সরেজমিনে ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, এ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।

পানিবন্দি বাড়ি (ছবি- প্রতিনিধি)

বাঁধে আশ্রিত দুর্গতরা জানান, সরকারিভাবে তাদের যে পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এতে তারা খাবার, বিশুদ্ধ পানি, শিশুদের খাবার নিয়ে সংকটে রয়েছেন। পাশাপাশি পাচ্ছেন না চিকিৎসাসেবা।

একই কথা জানান ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান ও খগাখড়িবাড়ীর চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন। তারা জানান, প্রয়োজনের তুলনায় কম ত্রাণ (সরকারি) পাওয়া গেছে। এতে বন্যায় ক্ষতিগ্রস্তরা, বিশেষ করে, বাঁধে থাকা দুর্গতরা মানবেতর জীবন যাপন করছেন। তারা খাবার, বিশুদ্ধ পানি, শিশুদের খাবার পাচ্ছেন না। একইভাবে পাচ্ছেন না চিকিৎসাসেবাও।

বাড়ি পানির নিচে, ভেলায় চলছে রান্নাবান্না (ছবি- প্রতিনিধি)

তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) দুপুরে তিস্তা ব্যারেজের বাঁধে আশ্রিত ৩৩টি পরিববারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন জেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থপনা কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-প্রকৌশলী ফেরদৌস আলম, খালিশা চাপানি ইউপির চেয়ারম্যান আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ইতিমধ্যে ৯৩ মেট্রিক টন চাল ও নগদ ৯ লাখ টাকা, শুকনো খাবার ৪শ’ প্যাকেট বিতরণ করা হয়েছে। নতুন করে আরও বরাদ্দ চাওয়া হয়েছে।’

এদিকে, টেপাখড়িবাড়ী ইউনিয়নের তিস্তা ব্যারেজের বাঁধের তেলির বাজারে বিজিবির উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১শ’ ৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন বর্ডার গার্ড ব্যাটলিয়ান-৭ এর অধিনায়ক লে. কর্নেল মাহফুজ উল বারী। গত চার দিনে বিজিবির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৬শ’ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এসব খাবারের মধ্যে চাল, ডাল, তেল, চিড়াসহ সাত আইটেম রয়েছে।

চলছে ত্রাণ বিতরণ (ছবি- প্রতিনিধি)

অন্যদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত ৪শ’ পরিবারের জন্য শুকনো খাবাবের প্যাকেট বরাদ্দ পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিমলা সদর ইউনিয়নের ৬৫০ জনের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চেয়ারম্যান আবুল কাশেম সরকার, খালিশা চাপানি ইউনিয়নের ৮শ’ পরিবারে চাল বিতরণ করেছেন চেয়ারম্যান আতাউর রহমান সরকার, ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ৫৬০ জনের মাঝে চাল বিতরণ করেছেন চেয়ারম্যান আমিনুর রহমান, খগাখড়িবাড়ী ইউনিয়নের ১৩০ পরিবারে চাল বিতরণ করেছেন চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, বালাপাড়া ইউনিয়নের ৫৫০ জনের মাঝে চাল বিতরণ করেছেন চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া ও নাউতরা ইউনিয়নের ৫২৫ পরিবারে চাল বিতরণ করেছেন সাইফুল ইসলাম লেলিন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!