X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ০৮:০২আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ০৮:০৪

 

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে মাছ ব্যবসায়ী আরিফ মিয়াকে (২৩) পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাওরাইদ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আরিফ মিয়া কাওরাইদ বাজারে রেলক্রসের পাশে বসা ছিলেন। এ সময় একই গ্রামের আব্দুল মিয়ার ছেলে নয়ন মিয়া তার সহযোগীদের নিয়ে তার পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় মাছ বিক্রেতাকে রেলক্রস এলাকা থেকে চলে যেতে বলে। এ নিয়ে দু’জনের মধ্যে বাগবিতণ্ড হয়। একপর্যায়ে নয়ন মিয়া ও তার ১৪/১৫ সহযোগী মিলে আরিফ মিয়াকে টেনে হিঁচড়ে কাওরাইদ রেলস্টেশন এলাকায় নিয়ে দা দিয়ে  এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরে লাঠি, হকিস্টিক ও রড দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় আরিফকে প্রথমে বরমী পপুলার ক্লিনিকে ও পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান বলেন, ‘মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সেই লাশের সুরতহাল করা হয়েছে। তার মাথায় আঘাত ও ঘাড় ভাঙা পাওয়া গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
জেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…