X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার রাজনীতি এখন টেমস নদীর পাড়ে ভ্যানিটি ব্যাগে: ওবায়দুল কাদের

দিনাজপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ১৪:০২আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৪:০৭

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার রাজনীতি এখন লন্ডনের টেমস্ নদীর পাড়ে ভ্যানিটি ব্যাগে। বাংলাদেশে তাদের কোনও রাজনীতি নেই। ঈদের আগে আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন খালেদা জিয়া। আন্দোলনের নামে ৮ বছর চলে গেছে, আন্দোলনের মরা ঘাটে জোয়ার আসে না। ফখরুল তাই বসে বসে কান্নাকাটি আর প্রেসব্রিফিং করছেন। তারা এখন বাংলাদেশ নালিশ পার্টি।’

শুক্রবার(১৮ আগস্ট) দুপুরে বিরল উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের ত্রাণ বিতরণের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, ‘শুধু ত্রাণ বিতরণই নয়, বন্যার্তদের পূনর্বাসনে আওয়ামী লীগ সরকার সবসময় পাশে আছে।মানুষের মনোবল ও সাহস যতদিন থাকবে ততদিন আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে। কেউ বঞ্চিত করতে পারবে না। প্রধানমন্ত্রী আসবেন, আনাদের সুখ-দুঃখ দেখবেন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘অনেকেই সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, পথে বসে গেছেন। প্রধানমন্ত্রী এসে আনপাদের সব ক্ষতিপূরণ করে দিবেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দু-একদিনের জন্য সাহায্য দিতে বা ফটো সেশন করতে আসেনি কিংবা লোক দেখানো রিলিফ দিতে আসিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ কথা বলতে এসেছি, যতদিন এই ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন না হবে, অসহায় গরীব মানুষ তাদের ঘর-বাড়িতে ফিরে না যাবে ততদিন সরকার কাজ করবে। এসময় ভেঙে যাওয়া ঘরবাড়ি নতুন করে নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

পরে সেতুমন্ত্রী সেখানে বন্যাদুর্গদতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি