X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

পদ্মায় তীব্র স্রোতে বিপাকে ফেরি চলাচল, ঘাটে বাড়ছে যানজট

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ১৮:১৫আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৮:১৫

পদ্মায় তীব্র স্রোতের মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে ফেরিগুলো। চলাচলরত ১৬টি ফেরির মধ্যে ইতিমধ্যে ৬টি ফেরি বিকল হয়ে পড়েছে। এছাড়া দু’টি ফেরি স্রোতের বিপরীতে চলতে না পেরে ঘাটে নোঙর করে আছে। ফলে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচলে অচলাবস্থা দেখা দিয়েছে। শুক্রবার বিকাল পর্যন্ত ঘাটের দুই পাড়ে আটকা পড়ছে যাত্রীবাহী কোচ, মালবাহী ট্রাকসহ দেড় সহাস্রাধিক যানবাহন।

ঘাটে বাড়ছে যানজট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডিজিএম মো. আজমল হোসেন জানান, তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। কয়েকটি ফেরি মেরামতে থাকায় ঘাটে ট্রিপের সংখ্যাও প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ কারণে উভয় ঘাটেই যানবাহনগুলোকে পারাপারের জন্য দীর্ঘসময় অপেক্ষায় থাকতে হচ্ছে।

ফেরি সেক্টরের দায়িত্বশীল সূত্র জানায়, এই মুহূর্তে পাঁচটি রো-রো, তিনটি ইউটিলিটি ও দুটি কে-টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়া মেরামতের জন্য পাটুরিয়া ঘাটের ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে ছয়টি ফেরি। সেগুলো হলো মতিউর রহমান, হামিদুর রহমান, শাহ জালাল নামের রো-রো ফেরি ও চন্দ্রমল্লিকা, শাপলা-শালুক এবং রজনীগন্ধা।

শুক্রবার বিকাল পাঁচটার দিকে সর্বশেষ পরিস্থিতি জানতে কথা হয় ডিজিএম আকমল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘পাটুরিয়া ঘাটে তিন শতাধিক পণ্যবাহি ট্রাক ও প্রায় শতাধিক যাত্রীবাহী দূরপাল্লার কোচ পারের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, দৌলতদিয়া ঘাটে দুই শতাধিক মালবাহী ট্রাক ও প্রায় শ’খানেক যাত্রীবাহী কোচ ফেরির অপেক্ষা করছে।’

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের নির্বাহী প্রকৌশলী এনামুল হক অপু জানান, হামিদুর রহমান নামে রো-রো ফেরিটি সচল থাকলেও পদ্মার তীব্র স্রোতের বিপরীতে তা চলতে পারছে না। এছাড়া বাকি ফেরিগুলোয় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঘাটের ভাসমান কারখানায় সেগুলোর মেরামতের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে কয়েকটি ফেরি ঠিক করে যানবাহন পারাপারের জন্য নামানো সম্ভব হতে পারে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের