X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাহবা কুড়াতে দুর্গত এলাকায় আসিনি: ওবায়দুল কাদের

নীলফামারী প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ১৮:০৬আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৮:১৯

বন্যাদুর্গতদের ত্রাণ দিচ্ছেন ওবায়দুল কাদের (ছবি- প্রতিনিধি)

বন্যার ক্ষতি কাটিয়ে না ওঠা পর্যন্ত বর্তমান সরকার দুর্গত মানুষের পাশে থাকবো বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বন্যা দুর্গত এলাকায় বাড়িঘর, রাস্তাঘাট, পুল, কালভার্ট, বাঁধ, মাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পরে অনেকেই এসব এলাকায় এসেছেন। তারা তালি পাওয়ার আশায় ভাষণ দিয়েছেন। কিন্ত তাদের হাত ছিল খালি। সেকারণে দুর্গতরা কিছুই পাননি। আমরা দুর্গত এলাকায় বাহবা কুড়াতে আসিনি। ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। বন্যার ক্ষতি কাটিয়ে না ওঠা পর্যন্ত আমরা এসব দুর্গত মানুষের পাশে থাকবো।’

শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর স্টেডিয়ামের পাশে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা দুর্গত হাওরে যাননি। তবে পাহাড়ে গিয়েছিলেন, আর সেখানে নাটক করেও এসেছেন।’

তিনি আরও বলেন, ‘এত কিছুর পরও যত দোষ সব আওয়ামী লীগের। বিএনপি নেতারা শুধু শুধু আমাদের দোষারোপ করেন। আমরা তো তাদের মতো শূন্য হাতে বন্যাদুর্গত এলাকায় আসিনি। লোক দেখানো ফটোসেশনের জন্যও আসেনি।’

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ। সুপ্রিম কোর্টের রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে অবৈধ বলা হলেও তিনি এ ব্যাপারে প্রতিবাদ বা প্রতিক্রিয়া জানাননি। এজন্যই তাকে ধন্যবাদ দিচ্ছি। মৌনতাই সম্মতির লক্ষণ।’

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র, সংসদ সদস্য নাজমুল হক, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকার, সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল প্রমুখ।

পরে মন্ত্রী সৈয়দপুর উপজেলার ৩০০ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ