X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিদেশে বসে বন্যার্তদের জন্য মায়াকান্না করছেন খালেদা: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ২০:২৪আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ২০:৩৫

বন্যার্তদের মধ্যে বিতরণ করেছেন মোহাম্মদ নাসিম (ছবি- প্রতিনিধি)

যে কোনও প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল, এবারও রয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেষ হাসিনার নির্দেশে সরকারের সব সংসদ সদস্য ও আওয়ামী লীগের সব নেতাকর্মী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন; কেউ ঘরে বসে নেই। কিন্তু বিএনপির নেতাকর্মীরা বন্যাকবলিত মানুষের পাশে নেই। দলটির নেত্রী খালেদা জিয়া বিদেশে বসে বন্যার্তদের জন্য মায়াকান্না করছেন।’

শুক্রবার (১৮ আগস্ট) দিনভর মোহাম্মদ নাসিম নিজের নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুরের দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি উপরের কথাগুলো বলেন। জুম্মার নামাযের পর তিনি কাজীপুরে যমুনা নদীর দুর্গমচর, মাইজবাড়ি, খাসরাজবাড়ি এবং নাটুয়ারপাড়া ইউনিয়নসহ বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন।

সমাবেশে মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর দীর্ঘ ২১ বছর বিএনপি ক্ষমতায় ছিল। ওই সময় দলটির নেতাকর্মীরা শুধু জনগণের সম্পদই লুট করেননি; প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ নিয়ে তামাশাও করেছেন। বর্তমান বন্যা পরিস্থিতিতে তারা জনগণের পাশে না দাঁড়িয়ে ঢাকায় বসে বক্তৃতা-বিবৃতি দিচ্ছেন। আওয়ামী লীগের সমালোচনা করছেন।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। কিন্তু দেশের জনগণই তাদের ষড়যন্ত্র নস্যাৎ করবে। ক্ষমতায় থেকে বিএনপি হাওয়া ভবন সৃষ্টি করেছিল। দলটির ক্ষমতায় থাকাকালে দেশে জঙ্গিদের উত্থান হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে জঙ্গিদের দমন করেছেন। বিশ্বের দরবারে দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন।’

পৃথক সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুল হাসান। এসব সমাবেশে আরও উপস্থিত ছিলেন- কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন , সাধারণ সম্পাদক খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহিন হাসানসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট