X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যশোরে সন্ত্রাসী হামলায় দুই যুবলীগ নেতা আহত

যশোর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ০১:১৩আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ০৩:০০

আহত এক যুবলীগ নেতা
যশোর শহরের মণিহার সিনেমা হল এলাকায় সন্ত্রাসী হামলায় অশোক বোস এবং সেলিম রেজা পলাশ নামের দুই যুবলীগ নেতা আহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। আহত সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস বাংলা ট্রিবিউনকে জানান, আওয়ামী লীগের জেলা সেক্রেটারি শাহীন চাকলাদারের সন্ত্রাসীরা এই হামলা চালায়।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে অশোক বোস, সেলিম রেজাসহ ৭/৮ জন মণিহার এলাকায় বসে ছিলেন। ওইসময় প্রতিপক্ষ গ্রুপের বিপুল, শাহী, জিসানসহ ৪০-৫০ যুবক ধারাল অস্ত্র ও ইট নিয়ে তাদের আক্রমণ করে। সন্ত্রাসীদের আঘাতে অশোক ও সেলিম গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের সার্জারি বিভাগের ডা. আব্দুর রহিম জানান, অশোকের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেতলে গেছে এবং রক্তাক্ত জখম হয়েছে।  তবে তিনি আশঙ্কামুক্ত। সেলিমের মাথা, হাতসহ বিভিন্ন স্থানে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

এদিকে, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যশোর সতর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, যুবলীগ নেতা অশোকসহ অন্যরা শনিবার তাদের একটি অনুষ্ঠানের জন্য মঞ্চ বানাচ্ছিলেন। ওইসময় একই দলের প্রতিপক্ষরা সেখানে উপস্থিত হলে দু'পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এতে দুজন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।


জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এ ঘটনার জন্যে শাহীন চাকলাদারের আশ্রিত সন্ত্রাসীদের দায়ী করেছেন।
এদিকে যুবলীগ নেতা অশোক ও সেলিমের ওপর হামলার প্রতিবাদে রাত ১২টার দিকে যুবলীগ নেতা-কর্মীরা শহরে মিছিল বের করে। মিছিল থেকে তারা বিপুল, শাহী, জিসানের বিরুদ্ধে স্লোগান দেয়।
/এনআই/

আরও পড়ুন:
ইয়াবাসহ শ্রমিক লীগ নেতা গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী