X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কুবি শিক্ষক তারেককে বাধ্যতামূলক ছুটি দেওয়ায় সহকর্মী ও শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

কুমিল্লা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১১:১৮আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১১:৪৩

কুবি শিক্ষক তারেককে বাধ্যতামূলক ছুটি দেওয়ায় সহকর্মী ও শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

১৫ আগস্টে ক্লাস নেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাহবুবুল হক ভুঁইয়া তারেককে বাধ্যতামূলক একমাসের ছুটি দেওয়ায় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষক তারেকের প্রতি ক্লাস নেওয়ার অভিযোগ আনার পর ওই বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের বরাবর একটি স্বারকলিপি দেওয়ার চেষ্টা করে। ওই স্বারকলিপি উপাচার্য গ্রহণ করেননি বলে শিক্ষার্থীদের অভিযোগ।

সরেজমিন  কুবি’র সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তারা জানান, মাহবুবুল হক ভুঁইয়ার বিরুদ্ধে ১৫ আগস্টে ক্লাস নেওয়ার অভিযোগে কুবি প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে তা নিয়ম বহির্ভুত কাজ হয়েছে। একটা ব্যবস্থা নেওয়ার আগে প্রশাসনের উচিত ছিল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া। যার বিরুদ্ধে অভিযোগ ওই শিক্ষককে কিছু বলার সুযোগ দেওয়া।

নাম প্রকাশ না করার শর্তে কুবি সাংবাদিকতা বিভাগের এক ছাত্র বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন ক্লাসের কোনও সিডিউল ছিল না। শোক দিবসের দিন সকালে মাহবুবুল হক ভুঁইয়া তারেক স্যার বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা পর আমরা ১২ থেকে ১৩ জন শিক্ষার্থী স্যারকে গিয়ে বলি একটা বিষয় বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তখন স্যার আমাদের ক্লাসে গিয়ে অপেক্ষা করতে বলেন। পরে স্যার এসে যখন আমাদের বিষয়টি বুঝাতে শুরু করেন, ঠিক তখন ছাত্রলীগের কয়েক জন নেতা অনুমতি না নিয়ে ক্লাস রুমে ঢুকে।’

তিনি আরও বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলছে। স্যার ওই কোন্দলের শিকার। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে আরেক ছাত্র বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা ১৫ আগস্টের বিষয় নিয়ে শিক্ষার্থীদের নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছেন। ১৫ আগস্ট মাহবুবুল হক ভুঁইয়া তারেক স্যারসহ আমরা সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়েছি। এ ছাড়া স্যার একজন মুক্তিযোদ্ধার ছেলে। তাকে শোক দিবসে ক্লাস নেওয়ার মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অল্প কিছুদিন পর আমাদের পরীক্ষা। তাই আমরা ১২-১৩ জন শিক্ষার্থী একটি বিষয় সমাধানের জন্য স্যারের কাছে গেলে তিনি আমাদের উনার রুমে যেতে বলেন। স্যারের রুমে অন্য একজন শিক্ষক থাকায়, পরে ক্লাস রুমে যেতে বলেন। আমরা ক্লাস রুমে গিয়ে বসি। স্যার বিষয়টা নিয়ে কথা শুরু করার পর পরই কুবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও কয়েকজন ছাত্র অনুমতি না নিয়েই রুমে ঢুকে এবং ডায়াসে উঠে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এক পর্যায়ে বলেছে আমরা নাকি সবাই শিবির। আর ছাত্রলীগের অভিযোগে কুবি কর্তৃপক্ষ স্যারকে বাধ্যতামূলক এক মাসের ছুটি দিয়েছেন। প্রশাসন একপক্ষের বক্তব্য শুনে একজন নিরাপরাধ ব্যক্তিকে শাস্তি দিয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়া তারেক বলেন, ‘আমি এবং আমার কোনও শিক্ষার্থীর সঙ্গে কোনও ধরনের আলোচনা বা যোগাযোগ না করে আমাকে বাধ্যতামূলক এক মাসের ছুটি দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ অনৈতিক এবং ষড়যন্ত্রমূলক। আমি কুবি প্রশাসনের রাজনীতির শিকার। কারণ আমি ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শিক্ষার্থীদের অনুরোধে একটি বিষয় নিয়ে আলোচনা ও সমাধান করতে ক্লাস রুমে গিয়েছি। এটা কোনও সিডিউল ক্লাস ছিল না।

শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘অভিযুক্ত শিক্ষক জাতীয় শোক দিবসে ক্লাস নিয়ে বঙ্গবন্ধুর প্রতি যে অশ্রদ্ধা দেখিয়েছেন সেই অপরাধে আমরা আরও বেশি শাস্তির দাবি করেছিলাম। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষার কথা বিবেচনা করে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি। ’

কুবি শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও কুবি শিক্ষক পরিষদের সদস্য মোহাম্মদ আইনুল হক বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন মাহবুবুল হক ভূঁইয়া তারেকের বিরুদ্ধে ক্লাস নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত। ওই শিক্ষক তার বিভাগের শিক্ষার্থীদের অনুরোধে একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ওই সময় কয়েকজন ছাত্রলীগ নামধারী ছাত্র ক্লাসে ঢুকে তাকে লাঞ্ছিত করে। এরপর কুবি কর্তৃপক্ষে থেকে জানতে পারি তারেক শোক দিবসে শিক্ষার্থীদের ডেকে নিয়ে ক্লাস করিয়েছেন। একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব অভিযোগ করেছে।

তিনি আরও বলেন, ‘আমরা জানি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে, অভিযোগের বিপরিতে তার বক্তব্য শুনতে হয়। কিন্তু এ ঘটনায় দেখলাম অভিযুক্ত তারেক, উপস্থিত শিক্ষার্থী ও কোন শিক্ষকের বক্তব্য না শুনে শুধু ছাত্রলীগের অভিযোগ নিয়েই উপাচার্য ও কুবি প্রশাসন তাকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন।

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী আশরাফ জানান, ‘তিনি ব্যাপারে কোনও কথা বলতে পারবেন না। ব্যস্ত রয়েছেন।’  

উল্লেখ্য ১৫ আগষ্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শোক দিবসে আলোচনার আয়োজন করে প্রশাসন। কিন্তু এ সময় আলোচনায় যোগ না দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগ উঠে শিক্ষক তারেকের বিরুদ্ধে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শাখা ছাত্রলীগ। বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ওই শিক্ষককে আগামী ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের ছুটি দেওয়া হয়।

এছাড়াও শিক্ষকের ক্লাস নেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় ঘটনার সত্যতা যাচাইয়ে সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং সহকারী রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরীকে সদস্য সচিব, শিক্ষক সমিতির সভাপতি আবু তাহের এবং রসায়ণ বিভাগের অধ্যাপক সৈয়দুর রহমানকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। অল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ওই ঘটনায় বৃহস্পতিবার উপাচার্য অফিস  শেষে ক্যাম্পাস ত্যাগ করতে চাইলে বেশ কিছুক্ষণ তার গাড়ি আটকিয়ে অবস্থান নেয় শিক্ষক সমিতি। এসময় তাদের মাঝে তুমুল বাকবিতণ্ডা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: মামলা-জরিমানায়ও থামছে না পাহাড় কাটা

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়