X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পড়া না পারায় ২৮ শিশুকে ডোবার পানি খাওয়ানোর অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১৪:৩৪আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৫:২৯

ক্লাসের পড়া বলতে না পারায় চতুর্থ শ্রেণির ২৮ শিশু শিক্ষার্থীকে ডোবার নোংরা পানি খাওয়ানো হয়েছে বলে এক শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার গঙ্গাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষিকা শাহানাজ পারভীনের অপসারণ ও বিচারের দাবিতে শনিবার সকাল থেকে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল মাঠে অবস্থান নেন।

অভিযুক্ত শিক্ষিকার বিচার দাবিতে স্কুলে জড়ো হয়েছেন অভিভাবকরা স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গঙ্গাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির মেয়ে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহানাজ পারভীন গত বুধবার ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেন। ক্লাসে প্রায় ৩১ জন শিক্ষার্থী ছিল। এ সময় তিনজন ছাড়া কেউ ক্লাসের পড়া বলতে পারেনি। পড়া না পারার শাস্তি হিসেবে ওই শিক্ষিকা ২৮ শিক্ষার্থীকে স্কুলের পেছনে থাকা ডোবার নোংরা পানি খাওয়ান।

শিক্ষার্থীরা লজ্জায় প্রথমে কাউকে কিছু না বললেও বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে শুক্রবার বিষয়টি অভিভাবকরা জানতে পারেন। শনিবার স্কুল খুললে অভিভাবকরা স্কুলে অবস্থান নেন এবং অভিযুক্ত শিক্ষিকার অপসারণ ও বিচারের দাবি জানান।

শিক্ষার্থী জাহিদের বাবা মান্নান হাওলাদার বলেন, ‘বুধবার রাত থেকে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে। পরে জানতে পারি, পারভীন ম্যাডাম জাহিদকে ডোবার নোংরা পানি পান করতে বাধ্য করেছে।’ অভিভাবক আনোয়ার হোসেন, মজিবর শেখ, টিটু চৌকিদার ও হেলাল চৌকিদারও একই অভিযোগ করেন।

চতুর্থ শ্রেণির ছাত্র বোরহান বলেন, ‘লামিশা, নিরব ও আমি পড়া পেরেছি। তাই আমাদের নোংরা পানি খেতে হয় নাই। ম্যাডামের কথামতো আমি জগ ভরে ডোবা থেকে পানি আনি। প্রথমে আসিফকে এক গ্লাস পচা পানি খাওয়ানো হয়। এরপর বাকিদের খাওয়ানো হয়।’

তবে অভিযুক্ত শিক্ষিকা শাহানাজ পারভীন হাওয়া বলেন, ‘আমি রাগ করে তাদের (শিশুদের) পচা পানি খাওয়ানো দরকার বলেছি। কিন্তু সত্যি সত্যি খাওয়াই নাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর মাদবর বলেন, ‘পড়া না পারার জন্য শিশুদের এ ধরণের শাস্তি দেওয়া জঘন্য অপরাধ। এলাকার গণ্যমান্যরা বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন।’

এ বিষয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অভিযুক্ত শিক্ষিকা শাহানাজ পারভীনের বাবা ইউনুস মৃধা বলেন, ‘আমার মেয়ে কাজটা ঠিক করে নাই। আমি এলাকার লোকজন নিয়ে বসে বিষয়টি মীমাংসা করবো।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক