X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নাটোরে আওয়ামী লীগের বাধায় বিএনপির কর্মসূচি স্থগিত

নাটোর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১৭:২৮আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৭:২৮

নাটোর নাটোরের লালপুরে আওয়ামী লীগের বাধায় শনিবার (১৯ আগস্ট) পূর্বনির্ধারিত একটি কর্মসূচি স্থগিত করেছে উপজেলা বিএনপি। এর আগে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিএনপির উপজেলা অফিস ভাংচুর ও সাবেক এক নেতার বাড়ির পাশে গুলি ছোঁড়া হয়েছে বলে দাবি করেছে দলটি। অন্যদিকে, স্থানীয় আওয়ামী লীগ বলছে, বিএনপির হামলায় তাদের এক কর্মী আহত হয়েছে। তবে পুলিশ বলছে, হামলা বা গুলিবর্ষণ– কোনটাই ঘটেনি। একইস্থানে দুই দল কর্মসূচি ডাকায় উভয়পক্ষের মধ্যে সামান্য একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ বাপ্পু জানান, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা,সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (২০ আগস্ট) উপজেলার গৌরিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়। এতে প্রধান অতিথি করা হয়েছিল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য গত ৭ আগস্ট তারা গৌরিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদ ও প্রতিষ্ঠান প্রধান বরাবর এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নেন। পরে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ স্থানীয় আওয়ামী লীগকে ওই মাঠে একইসময়ে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠানের অনুমতি দেয়। এতে স্থানীয় বিএনপি স্থান পরিবর্তন করে ফজলুর রহমান পটলের বাড়ির পাশের একটি ঈদগাহ মাঠে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।

সে অনুযায়ী, ঈদগাহ মাঠে গত শুক্রবার রাত থেকে মঞ্চ বানানো শুরু করলে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাতে বাধা দেয়। শনিবার সকালে তারা স্টেজটি ভাংচুর করে। এসময় তারা ফজলুর রহমান পটলের বাড়িতে গিয়ে কর্মসূচি প্রত্যাহারের হুমকি দেয়। সেখান থেকে চলে যাওয়ার সময় কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনার রশিদ বাপ্পু।

তিনি জানান, বিষয়টি জানার পর স্থানীয় বিএনপি কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর শনিবার দুপুরে উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিত করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বিএনপির অভিযোগ অস্বীকার করে জানান, পাশাপাশি কর্মসূচিকে কেন্দ্র করে উভয়পক্ষে উত্তেজনার এক পর্যায়ে বিএনপি কর্মীরা আওয়ামী লীগের ওপর হামলা করে। এসময় আব্দুর রাজ্জাক নামে আওয়ামী লীগের এক কর্মী আহত হন।

লালপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, ‘একইসময় ও তারিখে পাশাপাশি কর্মসূচিকে কেন্দ্র করে উভয়পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কর্মী আহত হওয়ার ব্যাপারে আওয়ামী লীগের দাবি আর স্টেজ ভাংচুর ও গুলি করার বিষয়ে বিএনপির দাবি– কোনটিই ঠিক নয়।’

/এএম

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো