X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

দুর্বৃত্ত স্বামীর এসিডে ঝলসে গেলো গৃহবধূ

খুলনা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১৮:২৪আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৮:২৪

এসিড সন্ত্রাসের শিকার তানজিলা নড়াইলের নড়াগাতি থানার মাওলী এলাকায় এসিড হামলায় দগ্ধ হয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর রাতেই খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে তাকে।
এসিড সন্ত্রাসের শিকার ওই নারীর নাম তানজিলা। তিনি দুই সন্তানের মা। তার ভাই আব্দুল হাই জানান, যৌতুকের দাবিতে তার বোনের ওপর নির্যাতন করতো স্বামী মনিরসহ শ্বশুর পক্ষের লোকজন। প্রথম দফায় নির্যাতনের পর তাদের বিরুদ্ধে একটি মামলা করেন ওই নারীর স্বজনরা। তখন মনির ক্ষমা চাইলে মামলাটি প্রত্যাহার করা হয়। এরপর স্ত্রীকে বাড়িতে নেয় সে।
কিছুদিন পর শ্বশুরবাড়িতে আবারও যৌতুকের দাবিতে তানজিলার ওপর নির্যাতন শুরু হয়। এ কারণে তিনি বাবার বাড়ি চলে আসেন এবং আবারও তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা হয়। সম্প্রতি মনিরসহ আসামিরা হাইকোর্ট থেকে জামিন নেয়। এরপরই শুক্রবার পরিকল্পিতভাবে ওই নারীর ওপর এসিড নিক্ষেপ করা হয় বলে অভিযোগ পরিবারের। তাদের দাবি, দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে তানজিলার দিকে এসিড ছুড়ে মারে। এরপর গভীর রাতে খুমেক হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
নড়াইলের নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ওই গৃহবধূর ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনার পর তার শ্বশুর আবুল কালাম, শাশুড়ি ও ননদকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দায়েরের পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তানজিলা এখন খুলনায় চিকিৎসাধীন।

ওসি মাহবুবুর আরও বলেন, ‘মনিরের নামে নারী ও শিশু নির্যাতন আইনে আগেও মামলা রয়েছে। তারই প্ররোচনায় শুক্রবার রাতে তানজিলার ওপর দাহ্য পদার্থ নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছি।’

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিআইইউ’তে বুধবার জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর
ডিআইইউ’তে বুধবার জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর
কোহলির রেকর্ড ভেঙে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর
কোহলির রেকর্ড ভেঙে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল