X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তিন দিনে পদ্মা কেড়ে নিয়েছে ৩শ’ পরিবারের ঘর

শরীয়তপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১৯:৪৮আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২১:১৯

ভাঙনে শরীয়তপুরের ঘরবাড়ি, গাছপালা চলে যাচ্ছে পদ্মাগর্ভে, ছবি- প্রতিনিধি টানা বর্ষণে পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় শরীয়তপুরের পদ্মা তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। বসতভিটাসহ ফসলি জমি নদীর্গভে বিলীন হয়ে যাওয়ায় গত তিন দিনে প্রায় তিন শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এ নিয়ে গত দুই মাসে গৃহহীন হলো দুই হাজার ৭শ' পরিবার।
স্থানীয় সংশ্লিষ্ট সূত্রেগুলো থেকে জানা গেছে, বর্ষা মৌসুমে শরীয়তপুরের পদ্মা তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন শুরু হয়। কিন্তু গত কয়েকদিনের টানা বর্ষণে নদীতে পানি ও স্রোত বৃদ্ধি পাওয়ায় ভাঙনের তীব্রতা ভয়াবহ রূপ নেয়।

পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে, পাকা রাস্তা, গাছপালা, ছবি- প্রতিনিধি কান্দি, চর নড়িয়া, চর জাজিরা, ওয়াপদা ও সাহেব আলি বেপারির কান্দি এবং জাজিরা উপজেলার কাইউম খাঁর কান্দি, কলমিরচর ও কালু বেপারির কান্দি গ্রামে তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে ফসলি জমি, বসতভিটা, পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চলে যাচ্ছে। ইতোমধ্যে বসতভিটা হারিয়ে গত তিন দিনে এসব গ্রামের তিন শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া নড়িয়ার ওয়াপদা ও সুরেশ্বর বাজার, জাজিরার কাইউম খাঁর বাজার এবং ভেদরগঞ্জের স্টেশন বাজারের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে।
পূর্বনড়িয়া গ্রামের ব্যবসায়ী মনছুর ছৈয়াল বলেন, ‘নিজের সঞ্চয়, ব্যাংক-লোন ও আত্মীয়দের কাছ থেকে ধার-দেনা করে একটি ইটভাটা করেছিলাম। পুরো ভাটাটিই নদীতে বিলীন হয়ে গেছে।’ আমি নিঃস্ব হয়ে গেছি, যোগ করেন মনছুর ছৈয়াল।
শরীয়তপুরে পদ্মায় পানি বেড়ে নদীভাঙন, ছবি- প্রতিানিধি জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্যমতে, গত দুই মাসে শরীয়তপুরে পদ্মার ভাঙনে দুই হাজার ৭৪০ পরিবার গৃহহীন হয়েছে। জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত এক হাজার ১৩৬ পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এছাড়া ৭৪ ব্যক্তিকে এক হাজার করে টাকা দেওয়া হয়েছে। পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত এক হাজার ৫৩০ পরিবারকে এখনও কোনও ত্রাণসহায়তা দেওয়া সম্ভব হয়নি।
শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার বলেন, ‘কিছু পরিবারকে ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। আরও সহায়তা দেওয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নগদ অর্থ, চাল, টিন ও তাবু চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কিছু বরাদ্দ পাওয়া গেছে। সেগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।’
শরীয়তপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, ‘জাজিরা উপজেলার কুন্ডেরচর থেকে নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট পর্যন্ত নয় কিলোমিটার এলাকায় বাঁধ ও খনন করার জন্য এক হাজার ২৮০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। প্রকল্পটি অনুমোদনের পর তা বাস্তবায়ন হলে নদী ভাঙন স্থায়ীভাবে রোধ করা সম্ভব হবে।’
/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!