X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর কুড়িগ্রাম সফরের সব প্রস্তুতি সম্পন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ২২:৩১আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২২:৩১

পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৈরি করা হয়েছে মঞ্চ বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে রবিবার (২০ আগস্ট) কুড়িগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে রাজারহাটের ছিনাই ইউনিয়নসহ কুড়িগ্রামে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৈরি করা হয়েছে মঞ্চ।
কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজারহাটসহ জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাকের পুলিশসহ প্রায় এক হাজার পুলিশ সদস্য, র‌্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাফর আলী বলেন, ‘কুড়িগ্রামের মানুষকে ভালোবাসেন বলেই শেখ হাসিনা বার বার ছুটে আসেন। আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এ সফর সফল করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি।’

প্রধানমন্ত্রীর কুড়িগ্রাম সফর উপলক্ষে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে প্রস্তুতি দ্বিতীয় দফা বন্যায় দেশের উত্তারাঞ্চলের এ জেলার নয় উপজেলায় ৬২টি ইউনিয়নের প্রায় পাঁচ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনসহ ৫০ হাজার হেক্টর জমির ফসল। বন্যায় ঘর-বাড়ি তলিয়ে থাকায় বাঁধ ও উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন পানিবন্দি মানুষ। পর্যাপ্ত ত্রাণ ও বিশুদ্ধ পানিসহ স্যানিটেশন সমস্যায় ভুগছেন বানভাসি মানুষ। বন্যাদুর্গত এসব এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সহায়তা দিতে কুড়িগ্রামের রাজারহাটে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আনন্দিত রাজারহাটসহ কুড়িগ্রামের মানুষ। দেশের সরকার প্রধানের আগমন ও তার হাতে সহায়তা পাওয়ার পাশাপাশি কাছ থেকে দেখতে পাওয়ার জন্য অপেক্ষা করছেন এলাকার মানুষ।

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু জানান, দেশের প্রধানমন্ত্রী আমার ইউনিয়নে আসছেন এর চেয়ে বেশি পাওয়া আর কিছুই হতে পারে না। বন্যার সব দুঃখ-কষ্ট ভুলে গেছি আমরা। আমি আশা করছি প্রধানমন্ত্রীর সফরের পর আমার ইউনিয়নসহ কুড়িগ্রাম জেলার বন্যাদুর্গত মানুষকে সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাঁধগুলো দ্রুত সংস্কার ও মেরামত করা হবে।

/এনআই/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী