X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তিন ঘণ্টা বসে থেকেও খাবার জুটলো না তাদের

নাদিম হোসেন, সাভার
২০ আগস্ট ২০১৭, ০০:০২আপডেট : ২০ আগস্ট ২০১৭, ০০:০৬

আয়োজকরা খাচ্ছেন, অপেক্ষায় রয়েছেন দরিদ্র নারী-শিশুরা ঢাকার সাভারের আশুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৯ আগস্ট) দুপুরে দোয়া মাহফিল ও খাবারের আয়োজন করেছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম‌্যান। এলাকার গরিব মানুষদেরও দুপুরে আসতে বলা হয়েছিল। সে অনুযায়ী, ছোট শিশুদের নিয়ে সেখানে এসেছিলেন ১৫-২০ জন নারী। কিন্তু শেষ পর্যন্ত না খেয়েই ফিরে যেতে হয়েছে তাদের। অভুক্ত কয়েকজন নারী অভিযোগ করেছেন, ঘণ্টাতিনেক বসিয়ে রেখেও খাবার না দিয়ে বিদায় দেওয়া হয়েছে তাদের। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, খাবার শেষ হয়ে যাওয়ায় গরিব মানুষগুলোকে খাওয়ানো যায়নি।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৯ আগস্ট) আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুপুরের খাবারের আয়োজন করা হয়। আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন মাতব্বরের উদ্যোগে স্থানীয় আওয়ামী লীগ এ আয়োজন করে। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধামরাই উপজেলার সাবেক সংসদ সদস্য বেনজীর আহম্মেদ এতে প্রধান অতিথি ছিলেন।

আয়োজকরা খাচ্ছেন, পাশে বসে দেখছেন দরিদ্র নারী-শিশুরা জোহরের নামাজের আগেই স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা কলেজ মাঠে জড়ো হন। ওই স্কুল ও কলেজও দুপুর ১২টার পর ছুটি দিয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়। এলাকার ১৫-২০ জন দরিদ্র নারীও ছোট ছোট শিশুদের নিয়ে সেখানে হাজির হন। আলোচনা সভা ও দোয়া শেষে বিকাল ৩টার দিকে খাবার বিতরণ শুরু হয়। তখন কয়েকজন ‍বৃদ্ধা থালা হাতে এগিয়ে গেলে তাদের পরে খাবার দেওয়া হবে জানিয়ে অপেক্ষা করতে বলা হয়। পুরোটা সময় ছোট শিশুদেরও আয়োজনস্থলের পাশেই থালা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পাশেই চলছিল নেতা-কর্মী ও আমন্ত্রিতদের ভুরিভোজ। বিকাল সোয়া ৪টার দিকে আমন্ত্রিতদের ভোজপর্ব শেষ হলেও গরিবদের আর খাওয়া জোটেনি। খাবার নেই জেনে তারা অভুক্ত অবস্থায় বাড়ির পথ ধরেন। এ সময় তাদের কয়েকজনের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।

সফিয়া খাতুন নামের এক বৃদ্ধা বাংলা ট্রিবিউনকে জানান, ভোজের কথা শুনে তিনি তার তিন বছরের নাতনিকে নিয়ে এসেছিলেন। এখানকার লোকজনই তাদের খিচুড়ি খাওয়ার জন্য আসতে বলেছেন বলে জানান ওই বৃদ্ধা। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সবাই খাবার খেয়েছে আর তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে। হাজেরা খাতুন নামের আরেক নারী বলেন, তারা আশুলিয়ায় থাকেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান গরিবদের জন্য কাঙালি ভোজের আয়োজন করেছেন শুনে তিনি ছুটে আসেন। অথচ সবাই খাবার পেলেও তার মতো হতদরিদ্রদের খাবারের অপেক্ষায় বসে থাকতে হয়েছে। এই নারী বলেন, প্রায় তিনঘণ্টা বসে থেকেও খাবার না পেয়ে শেষ পর্যন্ত বাড়ি ফিরে যাচ্ছেন তিনি। একই রকম অভিযোগ করেন খাদিজা, সালমা ও জাহানারা বেগম নামের তিন নারী।

শোক দিবস উপলক্ষে খাবারের আয়োজন এ বিষয়ে অনুষ্ঠানস্থলেই কথা হয় স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, বিষয়টি ইচ্ছাকৃত নয়। গরিব লোকজনকে পরে খাবার দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু আগেই খাবার শেষ হয়ে যাওয়ায় তাদের আর দেওয়া যায়নি।

দরিদ্র মানুষের জন্য আয়োজন অথচ তারাই খাবার থেকে বঞ্চিত হয়েছে– এমন প্রশ্নের জবাবে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, ‘অনুষ্ঠানটি আয়োজন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মাতব্বর। পর্যাপ্ত খাবারের ব্যবস্থাও ছিল। সেখানে সবারই খাবার পাওয়ার কথা।’ কিভাবে এ ধরনের ঘটনা ঘটেছে তা তার জানা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ ব্যাপারে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধামরাই উপজেলার সাবেক সংসদ সদস্য বেনজীর আহম্মেদ বলেন, এ ধরনের অনুষ্ঠানে ধনী-গরিবের কোনও বিভেদ করা হয় না। সবার জন্যই খাবারের আয়োজন করা হয়। আশুলিয়া ইউপি চেয়ারম্যানের অনুষ্ঠানে কিভাবে এমন ঘটনা ঘটেলো তা আমার জানা নেই।’

এ বিষয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন মাতব্বরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

/এএম/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়