X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বিয়ানীবাজারে ২ বোন ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিলেট প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ১৯:০০আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৯:০৭

আদালত

সিলেটের বিয়ানীবাজারে দুই বোন ধর্ষণ মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। রবিবার (২০ আগস্ট) দুপুরে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক জুলফিকার হায়াৎ এ রায় দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফখরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিপি ফখরুল ইসলাম জানান, পাঁচ আসামিকে যাবজ্জীবন ও একজনকে বেখসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিামানাকৃত টাকা দুই ভিকটিমকে দিতে বলা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিয়ানীবাজার উপজেলার জালালপুর গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে জয়নুল ইসলাম, একই এলাকার আবদুল বাছিত, হাসান আহমদ হাসনু, পূর্ব পইলগ্রামের কালাম আহমদ, কানাইঘাটের বড়দেশ গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সেলিম আহমদ। বেখসুর খালাস পাওয়া ব্যক্তির নাম হলো খায়রুল ইসলাম মাতুয়া।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৪ মে দিনগত রাতে ৮-১০ জন মুখোশধারী বিয়ানীবাজারে এক চানাচুর বিক্রেতার ঘরে সিঁদ কেটে ঢুকে। অস্ত্রের মুখে স্ত্রীসহ চানাচুর বিক্রেতাকে বেঁধে রেখে তাদের ২ মেয়েকে ধর্ষণ করে। ওই দুই বোন সে বছর এসএসসিতে উত্তীর্ণ হয়েছিলেন। এ ঘটনায় ২৫ মে পাঁচজনকে আসামি করে বিয়ানীবাজার থানায় মামলা করেন দুই ভিকটিমের বাবা। একই বছরের ১২ অক্টোবর ছয় জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন মামলার তদন্ত কর্মকর্তা বিয়ানীবাজার থানার তৎকালীন ওসি আবুল কালাম আজাদ। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে ভিকটিম দ্বয়ের বাবা বলেন, ‘আমরা ন্যায় বিচার পাইছি (পেয়েছি)। এখন বাকি (অবশিষ্ট) জীবনে আমার পুড়িরা (মেয়েরা) নিরাপত্তা পাইলে (পেলে) আমার শান্তি।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
রংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
মান নিয়ে প্রশ্ন, নেই প্রতিকাররংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার