X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মৌলভীবাজারে বন্যায় ৫৯০ কিমি সড়ক ও ১৬ সেতু ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজার প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ২১:০০আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২১:০২

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা (ছবি- প্রতিনিধি)

বন্যায় মৌলভীবাজার জেলায় ৫৯০ কিলোমিটার সড়ক ও ১৬টি সেতুর ক্ষতি হয়েছে। উপায় না থাকায় এসব সড়ক-সেতু দিয়েই মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মৌলভীবাজার এলজিইডি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। ওই অফিসের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলামের দাবি, এসব সড়ক সংস্কার ও সেতু মেরামতের জন্য ৩৫ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় হবে।

এলজিইডি সূত্রে জানা যায়, বন্যায় মৌলভীবাজার জেলার হাকালুকি, কাউয়াদীঘি, হাইল হাওর এবং কুশিয়ারা নদী তীরবর্তী এলাকার মানুষ ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার বিভিন্ন সড়কও পানিতে তলিয়ে যোগাযোগের অনুপোযোগী হয়ে পড়ে। বন্যায় মৌলভীবাজার-কুলাউড়া-বড়লেখা সড়কের কুলাউড়া উপজেলার রামপাশা, জুড়ী উপজেলার জুড়ী হাসপাতাল এলাকা, জুড়ী চৌমোহনা এলাকা, উপজেলা পরিষদের সামনের এলাকা এবং বড়লেখা উপজেলার হাতালিয়া, কুইয়াছড়া, দলছড়ির তিনটি স্থানসহ ১০টি স্থান পানিতে তলিয়ে যায়।

সূত্র আরও জানায়, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, রাজনগর, সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার এলজিইডি নিয়ন্ত্রিত ১১২টি ফাঁড়ির অধীন রাস্তা পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এসব সড়কের ২০০ কিলোমিটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশিষ্ট ৩৯০ কিলোমিটার রাস্তার আংশিক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া এসব সড়ক দিয়ে ভারী ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করায় বিভিন্ন স্থানে গর্তেরও সৃষ্টি হয়েছে। এ সড়কগুলো এখন জনসাধারণের মরণ ফাঁদে পরিণত হয়েছে।

খানাখন্দে ভরা রাস্তা (ছবি- প্রতিনিধি)

সরেজমিনে দেখা যায়, কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের পুশাইনগর-নবাবগঞ্জ সড়কের কুরবানপুর, গৌড়করণ, রাজনগর-খেয়াঘাট সড়কসহ জুড়ী ও বড়লেখার অনেক সড়ক এখনও পানিতে তলিয়ে রয়েছে। কুলাউড়ার মীরশংকরসহ বিভিন্ন এলাকার রাস্তার মূল অংশ থেকে পানি নেমে গেলেও ঢেউয়ের আঘাতে রাস্তার পাশ ভাঙছে। কোনও কোনও স্থানে লোকজন বাঁশ ও কচুরিপানা দিয়ে ঢেউ আটকানোর চেষ্টা করলেও সড়ক রক্ষা হচ্ছে না। একই অবস্থা রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরপাড়ের রাজনগর-বালাগঞ্জ সড়কেও। এই সড়কের বেতাহুঞ্জা, মেদেনীমহলসহ ৪-৫টি স্থানে সড়কের ওপর পানি থৈ থৈ করছে। পানির মধ্যে ঝুঁকি নিয়ে অটোরিকশা, ট্রাকসহ কিছু যানবাহন চলাচল করছে।

এদিকে, সড়ক ও জনপদ বিভাগ (সওজ) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্যার পর ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করা হবে।’

মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম শনিবার (১৯ আগস্ট) রাত ৮টায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত সব রাস্তা ও ব্রিজের সংস্কার কাজের জন্য হেড অফিসে ৩৫ কোটি ৫৬ লাখ টাকার বরাদ্দ চেয়ে লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে। বেশিরভাগই গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর সংস্কার আমরা করি না। আমাদের কাজ হল বড় রাস্তা। তবে এক বছরে এসব রাস্তার কাজ শেষ করা যাবে না।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!