X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে আ.লীগের দুই নেতার আলোচনা সভা ঘিরে উত্তেজনা, আটক ৩

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ২২:২১আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২২:২৭

 

মানিকগঞ্জ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একই স্থানে সোমবার অনুষ্ঠেয় আওয়ামী লীগের দুই নেতার আয়োজিত পৃথক আলোচনা সভাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার কারণে তিন জনকে আটক করেছে পুলিশ। আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল ও মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমের অনুসারীরা পৃথক ওই অনুষ্ঠানের ঘোষণা দেন।

দেওয়ান সফিউল আরেফিন টুটুলের অভিযোগ, এমপি মমতাজ ও তার অনুসারীরা জাতীয় শোক দিবসের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান ভন্ডুল করে দিয়েছেন।

রবিবার সকাল থেকে ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠের দু’প্রান্তে মঞ্চ তৈরি করতে গেলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সিংগাইর থানার এসআই গাজী মিজানুর রহমানের নেতৃত্বে তিন জনকে আটক করা হয়।

আটক তিন জন হলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল গাফফার খান (৪২), ধল্লা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (৩০) ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ (৪১)। এরা সবাই ধল্লা গ্রামের বাসিন্দা ও টুটুল গ্রুপের নেতাকর্মী বলে জানা গেছে।

সিংগাইর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, একই স্থানে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের অনুষ্ঠান ঘোষণা করা হয়। সংঘর্ষের আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

সিংগাইরের ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, আয়োজক কমিটির  সভাপতি গোলাম গাউসের গত ১৬ আগস্টের লিখিত আবেদনের প্রেক্ষিতে ম্যানেজিং কমিটির সদস্যদের সম্মতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি সাপেক্ষে সভার জন্য মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবারের অনুষ্ঠান নিয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে কোনও লিখিত আবেদন করা হয়নি। এবং দুই পক্ষের কাউকে অনুষ্ঠান করার ব্যাপারে অনুমোদন দেওয়া হয়নি। বরং দুই গ্রুপের প্রতিনিধিদের অনুষ্ঠান করা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। মূলত আইনশৃঙ্খলা নির্বিঘ্ন রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

দেওয়ান সফিউল আরেফিন টুটুল জানান, মরহুম আজিমুদ্দিন মেম্বার স্মৃতি সংঘের ব্যানারে আগামীকাল সোমবার অনুষ্ঠেয় জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত শোক সভায় তাকে প্রধান অতিথি করা হয়। বিশেষ অতিথি করা হয় সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান খান হান্নানকে। তাতে ক্ষুব্ধ হন স্থানীয় এমপি মমতাজ বেগম ও তার অনুসারীরা।

তিনি আরও জানান, এমপি মমতাজের অনুসারীরাও একটি কর্মসূচি নেয় ওই একই স্থানে।

মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম জানান, তিনি এবং তার কোনও অনুসারী আওয়ামী লীগের সাবেক ওই নেতার অনুষ্ঠান করতে বাধা দেননি। তিনি অভিযোগ করেন দেওয়ান সফিউল আরেফিন টুটুল দলীয় ব্যানারে কোন কর্মসূচি পালন না করে একটি সংগঠনের ব্যানারে শোক দিবস পালন করার অর্থ তিনি কোনও দল করেনন না।

/এনআই/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
ব্রাইটনের বিপক্ষে হাল্যান্ডকে পাচ্ছে না ম্যানসিটি
ব্রাইটনের বিপক্ষে হাল্যান্ডকে পাচ্ছে না ম্যানসিটি
ফেসবুক পোস্ট দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, বোমায় আহত ৪
ফেসবুক পোস্ট দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, বোমায় আহত ৪
‘নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার চেষ্টা চলছে’
‘নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার চেষ্টা চলছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ