X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতির মামলায় সাবেক বেরোবি উপাচার্যসহ ৫ জনের জামিন

রংপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ২২:৪৪আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২২:৫১

আদালত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্যসহ ৫ জন জামিন পেয়েছেন রবিবার (২০ আগস্ট)। এর মধ্যে তিন কর্মকর্তার জামিন মঞ্জুর করেছেন রংপুরের বিশেষ বিচারক নরেশ চন্দ্র সরকার। একইসঙ্গে বিচারক মামলার অভিযোগ গঠনের জন্য আগামী ৪ অক্টোবর তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শিরিন এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে, সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আদালতে বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক প্রমাণিক জানিয়েছেন এ তথ্য।

রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষে র আইনজীবীরা জানান, রবিবার কারাগারে থাকা সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহাজাহান আলী মন্ডলকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে, মামলার অন্য তিন আসামি বেরোবির উপ-পরিচালক (প্ল্যানিং) গোলাম ফিরোজ, সহকারী রেজিস্ট্রার মোরশেদ আলম রনি ও সহকারী পরিচালক খন্দকার আশরাফুল আলম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, মন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদন না নিয়ে বেরোবির ৩৪৯ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেন সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তহবিল থেকে অবৈধভাবে নিয়োগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন দিয়ে তিনি সরকারের ৯৮ লাখ টাকা ক্ষতি করেছেন বলেও অভিযোগ ওঠে।

২০১৩ সালের ৫ জানুয়ারি দুদক রংপুরের উপ-পরিচালক আব্দুল করিম বাদী হয়ে আব্দুল জলিল মিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন। চলতি বছরের ১৯ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক রংপুরের উপ-পরিচালক মোজাহার আলী সরকার সাবেক উপাচার্য জলিল মিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। সেই মামলাতেই জামিন পেলেন আসামি পাঁচ জনের সবাই।

/এমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা