X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অপহরণ করে মুক্তিপণ দাবি, শ্রমিক লীগ নেতাসহ আটক ৩

বাগেরহাট প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ০৭:২১আপডেট : ২১ আগস্ট ২০১৭, ০৭:২৬

বাগেরহাট বাগেরহাটের ফকিরহাটে ২ জনকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপন দাবি করার অভিযোগে এক শ্রমিক লীগ নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত সুশান্ত রায় বাদী হয়ে ৫ জনকে আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন।


ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবু জাহিদ শেখ মামলার বরাত দিয়ে জানান, শুক্রবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে রামপালের বুড়িরডাঙ্গা গ্রামের সুশান্ত রায় ও দিগরাজ এলাকার তপন ঘোষ প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে তারা ফকিরহাট বিশ্ব রোড এলাকার মরিয়ম হোটেলে খাবার খেতে যায়। হোটেল থেকে কয়েকজন দুষ্কৃতিকারী তাদেরকে ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে একটি প্রাইভেট কারে উঠিয়ে ফকিরহাটের রাজপাট এলাকার বিপ্লব হাজরার বাড়িতে আটকে রাখে।
ভোর ৪টার দিকে অপহৃত ২ জনকে এনামুল শেখের বাড়িতে নিয়ে রাখে। পরবর্তীতে তাদেরকে অজ্ঞাত একটি মৎস্য ঘেরে নিয়ে আটকে রাখে এবং মোবাইলে স্বজনদের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে দাবিকৃত মুক্তিপণের টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে অপহৃত সুশান্ত রায়ের স্ত্রী নমিতা রায় শনিবার দুপুরে ফকিরহাট ডাকবাংলাতে আসেন। একই সময়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উক্ত এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতশৈয়া গ্রামের মো. মতিয়ার মোল্লার ছেলে ফকিরহাট সদর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মোল্লা ওরফে ডলার (২৬) ও রাজপাট গ্রামের ইউসুব আলী সরদারের ছেলে রুবেল সরদারকে (২৮) আটক করে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে রাজপাট এলাকার মোসলেম শেখের পুত্র এনামুল শেখকে (৩০) আটক করে পুলিশ। আটককৃতদের রবিবার বিকালে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ