X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে প্রাকৃতিক খাবারেই মোটাতাজা হচ্ছে গরু

তানভীর মাহমুদ, রাজবাড়ী
২১ আগস্ট ২০১৭, ০৯:৫৫আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৮:৩৩

রাজবাড়ীতে প্রাকৃতিক খাবারেই মোটাতাজা হচ্ছে গরু রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় প্রাকৃতিক খাবার খাইয়ে মোটাতাজা করা হচ্ছে কোরবানির গরু। বেশ চাহিদাও আছে পাংশার এই গরুর। তবে দেশে চোরাই পথে গরু আসলে লোকসান হওয়ার আশঙ্কা খামারিদের। উপজেলার বাহাদুরপুরের ‘টেন স্টার’ খামারটিতে বিভিন্ন জাতের ৬০টি গরু রয়েছে। এসব গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঁচা ঘাস, খড়, খৈল, ভুট্টা ভাঙা, গমের ভূসি ও ধানের কুড়াসহ নানা ধরনের প্রাকৃতিক খাবার।

খামারটির মালিকরা জানান, ২০১৬ সালে তারা দশ জন বেকার তরুণ ‘টেন স্টার’ নাম দিয়ে এই গরুর খামারটি গড়ে তোলেন। শুরুতে ১৫ টি গরু দিয়ে খামার শুরু করেন তারা। বর্তমানে তাদের খামারে দেশি, হরিয়ান, অস্ট্রেলিয়া ও সিংদী প্রজাতির ৬০টি গরু রয়েছে। ৪৫ হাজার থেকে শুরু করে দুই লাখ টাকা মূল্যের গরুও আছে। গরুগুলোর সার্বক্ষণিক পরিচর্যার জন্য রাখা হয়েছে বেতনভুক্ত কয়েকজন কর্মচারী।

খামারটির সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম বলেন, ‘আমাদের খামারে কখনই গরু মোটাতাজাকরণের জন্য রাসায়নিক খাদ্য, স্টেরয়েড জাতীয় ট্যাবলেট ও ইনজেকশন ব্যবহার করা হয় না। প্রাকৃতিক খাদ্যেই আমরা গরু মোটাতাজা করি। এ জন্য আমরা দুই একর জমিতে নেপোলিয়ন ঘাস চাষ করেছি। সেই সঙ্গে ভুট্টা, খড়, খৈল, গমের ভূসি, ধানের কুড়াসহ অন্যান্য প্রাকৃতিক খাবারও গরুকে দিয়ে থাকি।’

রাজবাড়ীতে প্রাকৃতিক খাবারেই মোটাতাজা হচ্ছে গরু মালিকরা জানান, খামারটিকে ঘিরে তারা অনেক স্বপ্ন দেখছেন। রয়েছে নানা পরিকল্পনা। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে গরুর বিষ্ঠা থেকে বায়োগ্যাস উৎপাদন করা। এজন্য সরকারি সহযোগিতা কামনা করেছেন তারা।

খামারটির ম্যানেজার বাবর আলী বিশ্বাস বলেন, ‘ব্যাংক লোন ছাড়াই আমরা খামারটি গড়ে তুলেছি। নিজেরাই দিন রাত শ্রম দেই খামারের পেছনে। কিন্তু, এটি দেখভালের জন্য কখনও উপজেলা প্রাণিসম্পদ থেকে কেউ আসেন না। কখনও যদি কোনও গরু অসুস্থ হয় তখন প্রাণিসম্পদ কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা সেখানে গরু নিয়ে যেতে বলেন।’

পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘ইতোমধ্যে খামারটি পরির্শন করেছি। প্রাকৃতিক খাদ্যে গরু মোটাতাজাকরণ একটি ভাল উদ্যোগ। এই গরুর মাংস নির্ভেজাল। এ রকম খামার ওই এলাকায় আরও গড়ে উঠেছে। কোরবানির ঈদে গরুর বাজার ভাল থাকলে খামারিরা লাভবান হবে।’

/এনআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি