X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাজিয়ার চরে ডাকাতি, ২৫টি গরু লুট

গাইবান্ধা প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ১২:১১আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১২:১১

ডাকাতের ছোড়া গুলিতে আহতদের একজন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চল বোচাগাড়ি কাজিয়ার চরে ৭-৮টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা নৌকায় এসে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে অন্তত ২৫টি গরু লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতদের ছোড়া গুলিতে চারজন গুলিবিদ্ধ হন।

রবিবার রাত (২০ আগস্ট) পৌনে ১২টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বোচাগাড়ি কাজিয়ার চরের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আজাহার মণ্ডল (৪৫), বিশা মিয়া (১৯) ও রহম আলীকে (৪০) উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাদের শরীর থেকে গুলি বের করতে না পারায় কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এছাড়া গুলিবিদ্ধ আশরাফুল জামালকে (১৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুন্দরগঞ্জ উপজেলার কাজিয়ার চরসহ বিভিন্ন চর বন্যার পানিতে থৈ থৈ করছে। এ সুযোগে রবিবার রাত পৌনে ১২টার দিকে দুটি নৌকায় ২৫-৩০ জনের মুখোশধারী একদল ডাকাত চরে হানা দেয়। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে চরের ৭-৮টি বাড়ি থেকে ২৫টি গরু লুট করে। ডাকাতির ঘটনা টের পেয়ে আশপাশের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল গুলি ছুড়তে থাকে। এতে চারজন গুলিবিদ্ধ হন। পরে ডাকাতরা নৌকাযোগে গরু নিয়ে পালিয়ে যায়।

কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন সরকার জানান, ডাকাতরা চরের রহিম মাস্টার, সামাদ, ফয়েজ উদ্দিন, নরুন্নবী আকবর, এসহাক ও দুলা মণ্ডলের ২৫টি গরু লুট করে। খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, এর আগে ২০১৫ সালের ২৯ আগস্ট গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতরা কাজিয়ার চরে প্রবেশ করে একইভাবে ৩০টি গরু লুট করে নিয়ে যায়। ওই সময়েও ডাকাতের ছোড়া গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছিলেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লুট হওয়া গরু ও ডাকাতদের গ্রেফতারে পুলিশ চরের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।

/বিএল/

আরও পড়ুন:
‘আমি জজ মিয়া নই, জালাল ড্রাইভার’ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা