X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়নি, বন্যার পানিতে ভেসে গেছে ৪ শিশু

দিনাজপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ১৮:০১আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৮:২০


আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় নিজের তিন সন্তানসহ দেবরের সন্তানকে নিয়ে আশ্রয়কেন্দ্রে ছুটেছিলেন এক মা। কিন্তু আশ্রয়কেন্দ্রে ঠাঁই না পেয়ে বাড়ির পথে ফিরতে হয় তাকে। ফেরার পথে বন্যার পানির স্রোত ভাসিয়ে নিয়ে যায় ওই চার শিশুকে। গত ১৩ আগস্ট ঘটনাটি ঘটেছে দিনাজপুরের কাহারোল উপজেলার হাসিলা গ্রামে। এই অভিযোগে থানায় একটি মামলা করেছেন আব্দুর রহমানের স্ত্রী সোনাভান খাতুন। কাহারোল থানার ওসি মনসুর আলী এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত চলছে।
একই পরিবারের এই চার শিশুর মৃত্যুর জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়া মাদ্রাসার সুপারকে দায়ি করেছেন ওই মা। তার অভিযোগ আশ্রয়কেন্দ্রে জায়গা পেলে তাকে আর জীবনের ঝুঁকি নিয়ে ফিরতে হতো না। হারাতে হতো নিজের তিন সন্তান ও দেবরের সন্তানকে।

এ ঘটনার পর মাদ্রাসা সুপারকে কারণ দর্শানো নোটিশ করেছে মাদ্রাসা কমিটি।

কাহারোল থানা পুলিশ জানায়, বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় গত ১৩ আগস্ট সকাল ১০টার দিকে কাহারোল উপজেলার হাসিলা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী সোনাভান খাতুন তার ছেলে শহিদ আলী (১৩) দুই মেয়ে চুমকি (১১) ও স্মৃতি (৭) এবং স্বামীর চাচাত ভাই সাঈদ আলীর ছেলে সিহাদকে (৭) নিয়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে আশ্রয়কেন্দ্র ঈশ্বরগ্রাম দাখিল উলুম মাদ্রাসায় যান। এসময় সেখানে থাকা নৈশ্য প্রহরী আব্দুর রশিদকে দরজা খুলে দিতে বলেন। বিষয়টি নৈশ্য প্রহরী মোবাইলে মাদ্রাসার সুপার ফানসুর রহমানকে জানালে তিনি দরজা খুলে দিতে নিষেধ করেন। সেখানে আশ্রয় না পেয়ে বাড়িতে ফেরার সময় পানির প্রবল স্রোতে চার শিশু পানিতে তলিয়ে যায়। পরে সোনাভান খাতুন চিৎকার করলে এলাকাবাসী এসে পানি থেকে চার শিশুর লাশ উদ্ধার করে।

দিনাজপুরে বন্যায় ডুবে গেছে রাস্তাঘাট কাহারোল থানায় লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসায় আশ্রয় না দেওয়ার কারণেই ওই চার শিশুর মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানায়, আশ্রয়কেন্দ্রে গরু-ছাগল রাখায় ভবনের কক্ষের রঙ নষ্ট ও ময়লা হওয়ায় মাদ্রাসা সুপার একজন শিক্ষকসহ কর্মচারীকে গালাগাল করেন। মাদ্রাসা সুপারের এ অচরণে পরের দিন সোমবার (১৪ আগস্ট) ওই মাদ্রাসা সুপারকে ধাওয়া দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। ধাওয়া খেয়ে মাদ্রাসা সুপার পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন এসে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে লোকজন বিক্ষুদ্ধ লোকজন শান্ত হন।  

কাহারোল থানার ওসি মনসুর আলীর বলেন, ‘অভিযোগ পাওয়ার পরে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লোকজন জানায়, এলাকায় পানি ওঠার সঙ্গে সঙ্গে ওই মাদ্রাসা খুলে দেওয়া হয়। সোনাভান মাদ্রাসায় আসার আগেই অনেকেই গৃহপালিত পশুসহ ওই মাদ্রাসায় আশ্রয় নেন। কিন্তু সোনাভান খাতুন এসে নোংরা পরিবেশ দেখে গালাগালি করেন এবং মরতে হলে বাড়িতে গিয়েই মরবো বলে চার শিশুকে নিয়ে বাড়ির পথে রওয়ানা দেন। ফেরার পথে পানিতে পড়ে ওই চার শিশুর মৃত্যু হয়।’ তবে বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

বসতভিটায় পানি উঠায় পানিবন্দি জীবন দিনাজপুরে মাদ্রাসার সভাপতি কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন বলেন, ‘ওইদিন সকাল ১০টার দিকে ওই মহিলা মাদ্রাসায় আসেন। কিন্তু এর অনেক আগে থেকেই মাদ্রাসা খুলে দেওয়া হয় আশ্রয়কেন্দ্র হিসেবে। তবে মাদ্রাসা ময়লা হয়ে যাওয়ার জন্য সুপার মাদ্রাসার এক শিক্ষক ও কর্মচারীকে গালাগালি করে। কিন্তু মাদ্রাসার কক্ষ খুলে দেওয়া হয়নি এই অভিযোগটি সত্য নয়। এরপরও বিপদের সময় কেনও গালাগালি করা হয়েছে এর সঠিক জবাব চেয়ে সুপারকে শোকজ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই নোটিশের জবাব চাওয়া হয়েছে। জবাব এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা তদন্ত কমিটি দুই-একদিনের মধ্যেই তদন্ত গঠন করা হবে।’

ওই এলাকার সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘ওই নারী সেখানে গিয়ে রাগারাগি করে করে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে এক সন্তান পানিতে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে অন্য শিশুরাও পানিতে পড়ে যায়। এমনটিই শুনেছি।’
আরও পড়ুন

দিনাজপুরে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

দ্বিতীয় দফা বন্যায় নাকাল দেশবাসী

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ১০ দোকান
গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ১০ দোকান
আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প