X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কুবির সেই শিক্ষকের ছুটি প্রত্যাহার

কুবি প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ১৮:০৯আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৮:২৬

কুমিল্লা বিশ্বদ্যিালয়ের প্রভাষক মাহবুবুল হক ভূঁইয়া (ডানে) ও তার ছুটি প্রত্যাহারের অফিস আদেশ শোক দিবসে ক্লাস নেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের প্রভাষক মাহবুবুল হক ভূঁইয়াকে দেওয়া বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক আদেশে এ ছুটি প্রত্যাহার করা হয়। রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার বলেন, ‘প্রভাষক মাহবুবুল হককে দেওয়া একমাসের বাধ্যতামূলক ছুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যাহার করে নিয়েছে। এ বিষয়ে আজই (সোমবার) চিঠি ইস্যু করা হয়েছে।’
ছুটি প্রত্যাহার করে নিতে রেজিস্ট্রারের ইস্যু করা ওই চিঠিতে বলা হয়েছে, গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জারি করা অফিস আদেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাহবুবুল হক ভূঁইয়াকে ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দাবি ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে ওই অফিস আদেশ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রত্যাহার করা হলো।
ছুটি প্রত্যাহারের বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও চিঠি হাতে পাইনি। তবে জানতে পেরেছি যে রেজিস্ট্রারের চিঠির মাধ্যমে মাহবুবুল হকের ছুটি প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে বসে সিদ্ধান্ত জানাবো।’ তিনি আরও বলেন, ‘আমাদের দাবি পুরোপুরি আদায় হয়নি। কারণ আমরা বলেছিলাম, শুধু চিঠি প্রত্যাহার করলে হবে না, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিও বাতিল করতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবো।’
এদিকে, কুবির ওই শিক্ষকের ছুটি প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে কুবি বঙ্গবন্ধু পরিষদের (আইনুল-জিয়া) প্যানেল। ছুটি প্রত্যাহারের বিষয়ে পরিষদের সভাপতি মোহাম্মদ আইনুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের অবস্থান কর্মসূচি চলবে। কেননা আমাদের দাবি আদায় হয়নি।’ তিনি বলেন, ‘ওই শিক্ষক কোনও অন্যায় করেননি। তাই তদন্ত কমিটিও বাতিল করতে হবে। এর আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
উল্লেখ্য, কুবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে জাতীয় শোক দিবসে প্রথম ব্যাচের ক্লাস নেওয়ার অভিযোগ ওঠে। পরে ছাত্রলীগের আন্দোলনের মুখে ওই শিক্ষককে একমাসের বাধ্যতামূলক ছুটি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন-

আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়নি, বন্যার পানিতে ভেসে গেছে ৪ শিশু

৩৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

/এমডিপি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী