X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রসূতির মৃত্যু, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ২১:০৭আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২১:১৩

নুরেজা বেগমের স্বজনদের আহাজারি দিনাজপুরের বীরগঞ্জে সিটি নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নুরেজা বেগম (৩৭) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের সময় তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই ঘণ্টা সড়ক অবরোধের পাশাপাশি ক্লিনিক ঘেরাও করে রাখে তার স্বজন ও এলাকাবাসী। বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহছে উল গণি জানান, এই ঘটনায় ক্লিনিকের তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

মারা যাওয়া প্রসূতির স্বজনরা জানান, এর আগেও ওই ক্লিনিকে কয়েকজন প্রসূতির মৃত্যু হয়েছে। এরপরও  প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রসূতির স্বামী বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের সিদ্দিক হোসেন জানান, রবিবার বিকাল ৫টার দিকে তার স্ত্রী নুরেজা বেগমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বীরগঞ্জ পৌর শহরের সিটি নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে অবস্থানরত ফাইমা আখতার নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে এই মূহুর্তে সিজার করতে হবে বলে জানান। এ সময় প্রস্তুতি না থাকা সত্ত্বেও জোরপূর্বক সিজার করেন তিনি। সিজারে কন্যা শিশু প্রসব হয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিজারের পর ফাইমা আখতার চলে যান। পরে অপারেশন কক্ষ থেকে রোগীকে বের করার পর তার শারীরিক অবস্থা খারাপ দেখে নার্সকে জিজ্ঞাসা করা হলেও তারা কোনও কথা বলেননি। আজ সোমবার সকালে রোগীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় নুরেজা বেগম মারা যায়। সকালে লাশ নিয়ে বীরগঞ্জে এসে জানতে পারেন ফাইমা চিকিৎসক নন। অথচ তিনি ওই ক্লিনিকে বসেন এবং রোগীদের বিভিন্ন চিকিৎসা সেবাসহ সিজার করাচ্ছেন।

তিনি জানান, এটি পুরোপুরি হত্যাকাণ্ড। এই ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন তিনি।

ঘটনা জানাজানি হলে দুপুর ১ টা থেকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রোগীর স্বজন ও এলাকাবাসী।  খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলম হোসেন ঘটনাস্থলে এসে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পাশাপাশি ওই ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করে দেন। বিকাল ৩ টার দিকে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়।

ওই ক্লিনিকের ম্যানেজার আব্দুস সালাম জানান, চিকিৎসক পরিচয়দানকারী ফাইমা আখতার ওই ক্লিনিকের মালিক নুর আলম বাবুর স্ত্রী। তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স। সিজার করার পর তিনি ক্লিনিক থেকে বেরিয়ে যাওয়ার পর আর আসেননি।

এদিকে এলাকার অনেকের দাবি, এর আগেও ওই ক্লিনিকে রোগী মারা যাওয়ার ঘটনা ঘটলেও প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্ক থাকার কারণে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া