X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যশোরে এসআইসহ ৭ পুলিশ ও আনসার সদস্যের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ২৩:২০আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২৩:২০

যশোর যশোর সদরের বসুন্দিয়া ক্যাম্পের এসআই ফজর আলীসহ ৭ পুলিশ ও আনসার সদস্যের নামে আদালতে একটি মামলা হয়েছে। সোমবার (২১ আগস্ট) যশোরের গাইদগাছি গ্রামের মুক্তিযোদ্ধা ওহাব মুন্সির ছেলে পরিবহন ব্যবসায়ী বিটু আহমেদ এ মামলা করেছেন। কলহের জের ধরে প্রতিবেশী ব্যবসায়ী ও তার পার্টনারকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে এ মামলা করা হয়।




সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত (সদর) বিচারক নুসরাত জাবীন নিম্মী অভিযোগটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন- বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এসআই ফজর আলী, এএসআই ওবাইদুর রহমান, কনস্টেবল আলমগীর, লুৎফর রহমান, রফিকুল ইসলাম ও আনসার নায়েক নুর নবী এবং সিপাহী রুহুল আমিন।
এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা পেয়ে এসআই ফজর আলীকে ক্লোজ করেন।
মামলার বিবরণে জানা গেছে, পরিবহন ব্যবসায়ী বিটু আহমেদ যশোর সদরের গাইদগাছি গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকেন। একই বাসার অপর ফ্ল্যাটে ভাড়া থাকতেন এসআই ফজর আলী। তিনি প্রতিদিন গভীর রাতে বাসায় ফিরে বিকট শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে ও চিৎকার করে ডেকে স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলতেন। এতে প্রতিবেশীদের ঘুমের ব্যাঘাত ঘটতো। বিষয়টি বিটু আহমেদ বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক বিষয়টি এসআই ফজর আলীকে জানান।
এই ঘটনায় ফজর আলী ব্যবসায়ী বিটু আহমেদের ওপর ক্ষিপ্ত হন। গত ৯ জুন সন্ধ্যায় তিনি প্রতিবেশী বিটু আহমেদের স্ত্রীকে ডেকে গালিগালাজ করেন। বিটু আহম্মেদকে মোবাইলফোনে সংবাদ দিলে তিনি ও তার ব্যবসায়িক পার্টনার শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে বাসায় আসেন। এ সময় শরিফুল ইসলাম এসআই ফজর আলীর কথার প্রতিবাদ করলে বসুন্দিয়া ক্যাম্পে ফোন করে অপর আসামিদের ডেকে নিয়ে আসেন। আসামিরা একত্রে বিটু আহমেদ ও রফিকুল ইসলামকে বেদম মারধর করে ক্যাম্পে নিয়ে যান। ক্যাম্পে নিয়ে তাদের আরও এক দফা মারধর করার কারণে রফিকুলের পা ভেঙে যায়।
তাদের অভিযোগ, এসআই ফজর আলী তাদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরমধ্যে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত রফিকুলকে উন্নত চিকিৎসার জন্য ভারত নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালের প্রফেসর আব্দুল গণি মোল্লার অধীনে চিকিৎসাধীন আছেন।
দীর্ঘদিন চিকিৎসা শেষে দুইজন কিছুটা সুস্থ হওয়ায় সোমবার বিটু আহমেদ আদালতে এ মামলা করেছেন বলে জানান।
এ বিষয়ে জানতে যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালতে মামলা করার বিষয়টি শুনেছি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!