X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সিংড়ায় তীব্র স্রোতে হুমকিতে বিদ্যুৎকেন্দ্র

নাটোর প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ২৩:২৭আপডেট : ২২ আগস্ট ২০১৭, ০০:০২

সিংড়ায় তীব্র স্রোতে হুমকিতে বিদ্যুৎকেন্দ্র নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীর পানি বিপদসীমার ৯৬ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুধাংশু শেখর রায়। পানির তীব্র স্রোতের কারণে হুমকির মুখে পড়েছে বিদ্যুৎ সাব স্টেশন। নতুনভাবে নিমজ্জিত হয়েছে আবাদি জমি। এ পর্যন্ত ৯০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বানভাসিদের জন্য এই উপজেলায় খোলা হয়েছে ১৬টি আশ্রয়কেন্দ্র।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল আহসান জানান, বন্যার পানির কারণে উপজেলার বিদ্যুৎ সাব স্টেশনটি ঝুঁকির মুখে পড়েছে। 

সিংড়া বিদ্যুৎ সাব স্টেশনের ডিজিএম মিজানুর রহমান  জানান, বিদ্যুৎ সাব স্টেশনটির আওতায় মোট ৬০ হাজারের ওপর গ্রাহক রয়েছে। সাব স্টেশনটি রক্ষার জন্য ইতোমধ্যেই স্টেশনটির চারিদিকে প্রায় ১ হাজার বালির বস্তা,টিন ও পলিথিন দিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সাব স্টেশনটির ভেতরে প্রবেশকৃত পানি সেচের জন্য তিনটি শ্যালোমেশিন সেট করা হয়েছে। দিনের পাশাপাশি রাতে মোট ৮ জন শ্রমিককে সাব স্টেশনটি দেখাশোনার জন্য নিযুক্ত করা হয়েছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন্যার পানির তীব্রতায় ইতোমধ্যেই উপজেলার কলম ইউনিয়নের কালিনগর আর বলিয়াবাড়ি বাঁধ এবং শেরকোল ইউনিয়নের জোড়মলি­কা,নওদাপাড়া ও চকনওগাঁ বাঁধ আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব বাঁধের বিভিন্ন ছিদ্র দিয়ে পানি প্রবেশ করছে। পাশাপাশি বাঁধগুলোর ওপর দিয়ে পানির তীব্র স্রোত প্রবাহিত হচ্ছে। সময়ের সঙ্গে বিলের পানির পরিমাণ বাড়ছে। এতে একের পর এক এলাকা প্লাবিত হচ্ছে আর বাড়ছে বানভাসি মানুষের সংখ্যা।

সিংড়ায় তীব্র স্রোতে হুমকিতে বিদ্যুৎকেন্দ্র সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল আহসান জানান, এ পর্যন্ত মোট ১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে আশ্রয় নিয়েছে প্রায় ৩ হাজার মানুষ। প্রশাসন ও সরকারের পক্ষ থেকে রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, সর্বশেষ তথ্যমতে উপজেলার মোট ৫৪০০ হেক্টর আবাদি জমি বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। আর আংশিক নিমজ্জিত হয়েছে ৩৩০০ হেক্টর জমি।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ