X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাবনায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৫

পাবনা প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ১২:১৬আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৭:২৯

পাবনায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৫

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে জেলার সুজানগর থানার দুলাই ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের পাবনা-ঢাকা মহাসড়কের বাঁকে এ দুর্ঘটনা ঘটে। পাবনার সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জেলার আমিনপুর থানার দাড়িয়াপুর গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে আয়েন উদ্দিন (৬০), একই গ্রামের তায়জাল হোসেনের ছেলে মিন্টু (৩০), আতাইকুলা থানার দাপুনিয়া গ্রামের মৃত শামসুল আলমের ছেলে ও শ্যামলী পরিবহনের চালকের সহকারী সোহেল রানা (৩০), সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের মৃত ফজলুল মাস্টারের ছেলে আবু সাইদ (২৫) ও নিপেন্দ্রনাথ (৪৫)।

তিনি জানান, শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-০৭৪৮) যাত্রীবাহী একটি বাস পাবনা থেকে ঢাকা যাচ্ছিল। অপরদিকে সিরাজগঞ্জ থেকে সাদ্দাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-০৩৬২)পাবনা আসছিল। চিনাখড়া নামক স্থানে পৌঁছালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস দুটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছে। 

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইউনুস আলী জানান, ঘটনাস্থল থেকে পাঁচ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত  ২০ জনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

পাবনা জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার জাহেদী হাসান রুমী বলেন, আহত অবস্থায় ২০ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে  সজল (৩৫), ছানোয়ার (৩৬) নিপেনদাস (৪০), রিপন (৩০), আবুল কালাম আজাদ (২৫), রফিকুল ইসলাম (৩৫), সোহরাব (৩৭), ছানোয়ারা (৫০), রাবেয়া (২৭) আজাদ (৩০) বাবুল (৩০) ও আব্দুল কাদেরের (৫৫)অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আবুল কালাম আজাদকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।।

পাবনার মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, বাস দুইটি রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তবে দুই বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।

 

আরও পড়তে পারেন: তিতাস নদীতে নৌ-র‌্যালি 

 

/এআর/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা