X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে ফিরেছেন বীরপ্রতীক তারামন বিবি

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ১৬:৩৭আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৬:৩৭

তারামন বিবি (অসুস্থ হওয়ার সময়ের ছবি) মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি শারীরিকভাবে অনেকটা সুস্থ হওয়ায় চিকিৎসা শেষে ঢাকা থেকে নিজ বাড়ি কুড়িগ্রামের রাজিবপুরে ফিরেছেন। তারামন বিবির ছেলে মো. আবু তাহের বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার (২১ আগস্ট) রাতে জেলার রাজিবপুর উপজেলার কাচারিপাড়ার নিজ বাসভবনে পৌঁছান তার মা।

তারামন বিবির পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট আর কাশিতে ভুগছিলেন তারামন বিবি। অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি নিজে নিজে হাঁটাচলাও করতে পারছিলেন না।  শ্বাসকষ্ট ও হৃদপিণ্ডে সমস্যার কারণে গত ৪ আগস্ট তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে অবস্থার তেমন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরের দিন ৫ আগস্ট তারামন বিবিকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়। এর পর থেকে তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

মায়ের চিকিৎসায় সন্তুষ্টি প্রকাশ করে তারামন বিবির ছেলে মো. আবু তাহের জানান, 'সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। এখন আমার মা অনেকটা ভালো আছেন। তিনি একটু একটু হাঁটাচলাও করতে পারছেন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় মা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।'

উল্লেখ্য, বীরপ্রতীক তারামন বিবির প্রকৃত নাম তারামন বেগম। তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ায়। কুড়িগ্রামের শংকর মাধবপুরে ১১ নং সেক্টরে কমান্ডার আবু তাহেরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে ১৯৭৩ সালে তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে বাংলাদেশ সরকার। ১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর তার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় এই সম্মাননা। সরকার তাকে কুড়িগ্রামে জমিসহ একটি বাড়ি তৈরি করে দিলেও তারামন বিবি নিজের গ্রামের বাড়িতেই বেশিরভাগ সময় থাকেন।

আরও পড়ুন- হাট ইজারার ১ শতাংশ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যয়ের সুপারিশ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা