X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিক শিমুল হত্যা: পলাতক ৭ আসামির আদালতে আত্মসমর্পণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ১৮:১৯আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৮:৫৩

সাংবাদিক শিশুল সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা এলাকায় চাঞ্চল্যকর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক সাত আসামি অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে শাহজাদপুর আমলি আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট্র মো. হাসিবুল হক।
মামলার অন্যতম প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার সাময়িক বহিস্কৃত মেয়র হালিমুল হক মিরু এবং তার দুই ভাই হাবিবুল হক মিন্টু ও হাসিবুল হক পিন্টু এবং তাদের সহযোগী কে এম নাসিরসহ ১৪ জনকে শাহজাদপুর থানা পুলিশ এরই মধ্যে গ্রেফতার করেছে। এদের মধ্যে মিরু ছাড়া অন্যরা উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পান। মঙ্গলবার একই আদালতে মেয়রের দুইভাই মিন্টু ও পিন্টুসহ ১৩ জন আসামিই নিয়মিত হাজিরা দেন। আগামী ২৬ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।

আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে, ছবি- প্রতিনিধি আত্মসমর্পনকারী আসামিরা হলেন— শাহজাদপুর উপজেলার নলুয়া গ্রামের হাজী মোকছেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪০), খাগদিয়ার গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৫), আন্দার কোঠাপাড়ার আব্দুল জব্বারের ছেলে আজিজুল হক আপন (৫৫), চুনিয়াহাটির মৃত দুলালের ছেলে আবু হানিফ (৪৫), দরগাহপাড়ার মৃত আজাদ প্রামানিকের ছেলে শাহান আলী (৪৫), পুকুরপাড়ের হাজী ইসমাইল হোসেনের ছেলে হুমায়ন ইসলাম (৪৭) ও রামবাড়ির মৃত আবুবক্কার সিদ্দিকের ছেলে মাহবুবুল আলম আকন্দ ওরফে সোহেল(৩৬)।

চার্জশিটে আসামি হুমায়ন ইসলামের বাবার নামে সামান্য ত্রুটি থাকায় সর্ম্পূরক চার্জশিটে এটি সংশোধনের জন্য শাহজাদপুর থানা পুলিশকে নির্দেশ দেন বিচারক। একইসঙ্গে এদের মধ্যে যাদের মালামাল ক্রোক করা হয়েছে, তাদের ক্রোক করা মালামাল স্বজনদের কাছে ফেরতেরও নির্দেশ দেন বিচারক। শাহজাদপুর আমলি আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে নেওয়া হচ্ছে শিমুল হত্যামামলার আসামিদের, ছবি- প্রতিনিধি গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র হালিমুল হক মিরুর সহোদর হাসিবুল হক পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করেন। এ সময় মেয়রের পক্ষে দু’টি শটগান থেকে গুলি ছোড়ার খবর পাওয়া যায়। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে মেয়রের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।

শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করলেও এজাহারভুক্ত ও ঘটনার সময়ের ভিডিও ফুটেজ থেকে সনাক্ত করে মোট ৩৬জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

অন্যদিকে, ছাত্রলীগ নেতা বিজয়কে মারপিটের অভিযোগে তার চাচা এরশাদ আলী বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলাতেও মেয়রসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

এছাড়াও ঘটনার কয়েকদিন পরে মেয়রের বাড়িতে হামলার অভিযোগে মেয়রের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করলেও তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা