X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকাকে কুপিয়ে জখম

বগুড়া প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ১৮:২৮আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৮:৪৩

bogra বগুড়ার ধুনটে বিয়ে করতে চাপ দেওয়ায় রঞ্জু মন্ডল (৪২) নামের এক কসাই তার প্রেমিকা শাহীনুর বেগমকে (৪০) দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার আড়কাটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে প্রেমিক রঞ্জু পলাতক রয়েছে। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

ধুনট থানার এএসআই মোসলেম উদ্দিন জানান, শাহীনুর বেগম ধার দেওয়া টাকা ফেরত পেতে গত রবিবার থানায় কসাই রঞ্জুর বিরুদ্ধে অভিযোগ করেন। সোমবার তার ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। কিন্তু এমপির অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় যেতে পারেননি। মঙ্গলবার সকালে তিনি জানতে পারেন কসাই রঞ্জু ওই মেয়েকে মারধর করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আড়কাটিয়া মধ্যপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে আড়কাটিয়া বাজারে গোশত বিক্রি করে। সে আড়কাটিয়া গুচ্ছ গ্রামের সাহেব আলীর মেয়ে শাহীনুর বেগমকে বিয়ের কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ ছাড়া সে প্রায় ৬ মাস আগে ব্যবসার জন্য শাহীনুরের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেয়। সম্প্রতি রঞ্জু তাকে বিয়ে ও টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে গ্রামে কয়েকদফা শালিস বসলেও সমাধান হয়নি। গ্রামবাসীদের পরামর্শে শাহীনুর গত রবিবার ধুনট থানায় লিখিত অভিযোগ দেন। এ খবরে রঞ্জু প্রচন্ড ক্ষুব্ধ হন। গত সোমবার সন্ধ্যার দিকে শাহীনুর বেগম আড়কাটিয়া বাজারে রঞ্জুর গোশতের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন রঞ্জু গোশত কাটার দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। জনগণ রক্তাক্ত শাহীনুরকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে রাতেই বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করা হয়।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান