X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ২০:৪৬আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২০:৫১

সাত খুন (ছবি- সংগৃহীত) নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে সন্তুষ্টি জানিয়ে রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের  সুশীল সমাজ ও সাধারণ মানুষ। তারা বলেন, সরকার রায় দ্রুত বাস্তবায়ন করে শাস্তি নিশ্চিত করলে ভবিষ্যতে এ ধরনের  অপরাধ  কমে আসবে। 

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক জানান, এই রায় মন্দের ভালো। আশা করেছিলাম নিম্ন আদালত যেসব আসামির ফাঁসির দণ্ড দিয়েছিল উচ্চ আদালতেও তা বহাল থাকবে। কিন্তু বিজ্ঞ বিচারক যেটা ভাল মনে করেছেন সেই রায়ই দিয়েছেন।  তিনি বলেন, আমরা আশা করবো উচ্চ আদালত যেসব ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন তাদের বিরুদ্ধে মামলার বাদী আপিল করবে। তিনি বলেন, আসামি পক্ষ তো আপিল করবেই। একই সঙ্গে যদি মামলার বাদী পক্ষ আপিল করে তবে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম এ রায়কে খুবই প্রত্যাশিত রায় অভিহিত করে বলেন, এ মামলার রায় উচ্চ আদালতে বহাল রাখায় এটাই প্রমাণিত হলো দেশে আইনের শাসন আছে।  এ রায়ে নারায়ণগঞ্জবাসী খুশি। 

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দীপু বলেন, ‘উচ্চ আদালতে রায়ে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী রাঘব-বোয়ালদের মৃত্যুদণ্ড বহাল রয়েছে। এখন সব আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে রায় বাস্তবায়ন করলে আমরা খুশি হবো। ’

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে কথা হয় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা আলী হোসেনের সঙ্গে। তিনি উচ্চ আদালতের দেওয়া সাত খুনের রায়ে খুশি জানিয়ে বলেন, রায় দ্রুত বাস্তবায়ন করা হোক। তিনি বলেন, অপরাধ করে যে কেউ পার পায়না এই রায়ে তা আবার প্রমাণিত হলো।

নগরীর চাষাঢ়া এলাকার বাসিন্দা সাব্বির রহমান জানান, রায়ে দেশে প্রতিটি মানুষের মধ্যে স্বস্তি এসেছে। অপরাধী যত প্রভাবশালী বা ক্ষমতাধরই হোক না কেন?  আইনের কাছে তা টিকতে পারেনা তা আবার প্রমাণ হয়েছে। তিনি বলেন, নুর হোসেন ক্ষমতার দাপটে  সিদ্ধিরগঞ্জের সাধারণ মানুষ সব সময়ে ভয়ে থাকতো। এই রায় দ্রুত বাস্তবায়ন করা হলে সাধারণ মানুষের ভয় কেটে যাবে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়