X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিংড়ায় বন্যা পরিস্থিতির অবনতি, আরও ৬টি আশ্রয়কেন্দ্র স্থাপন

নাটোর প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ২১:৫৮আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২১:৫৯

গুল-ই- আফরোজ কলেজ নাটোরের সিংড়া উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পানি ঢোকায় আশ্রয় নেওয়া মানুষদের নতুন করে কষ্টে পড়তে হয়েছে। বানভাসি মানুষের সংখ্যা বাড়ায় নতুন করে আরও ৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আর নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে ১০টি।

বুধবার (২৩ আগস্ট) আত্রাই নদীর পানি ২ সেন্টিমিটার কমে এখন বিপদসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুধাংশু শেখর রায়।

স্থানীয় আত্রাই নদী আর গুড় নদীর পানি পৌর শহরে প্রবেশ করায় উপজেলা কার্যালয়,কোর্ট চত্বরও প্লাবিত হয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রেও পানি ঢুকে পড়ায় আশ্রিত মানুষদের নতুন করে কষ্টে পড়তে হয়েছে। পানি বাড়ায় বানভাসি মানুষের সংখ্যাও বেড়েছে। অনেকেই আশ্রয়কেন্দ্রে আসায় নতুন করে আরও ৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। নতুন করে বন্ধ করে দিতে হয়েছে  ১০টি শিক্ষা প্রতিষ্ঠান।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় সিংড়া উপজেলায় নতুন করে ৩০০ হেক্টর জমি সম্পূর্ণ নিমজ্জিত হলেও আংশিক নিমজ্জিত জমির পরিমাণ কমেছে ২৩০ হেক্টর।

তবে জেলার নলডাঙ্গা উপজেলায় সার্বিক বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এই দুই উপজেলায় বানভাসি মানুষদের সার্বিক সহায়তা করতে দিন-রাত ত্রাণ নিয়ে ছুটে চলেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুধাংশু শেখর রায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জানান, বুধবার সকালে আত্রাই নদীর পানি বিপদসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা সন্ধ্যা সাড়ে ৬টায়ও অপরিবর্তিত ছিল। অন্যদিকে, নলডাঙ্গা উপজেলার বারনই নদীর পানির প্রবাহ অপরিবর্তিত রয়েছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল আহসান জানান, উপজেলার বানভাসি মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন করে ৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ফলে মোট আশ্রয়কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ২৬টি। নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে ১০টি। ফলে বর্তমানে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১০০টি। বানভাসি মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসক শাহিনা খাতুন ত্রাণ সরবরাহে অতিরিক্ত এক লাখ টাকা বরাদ্দ দিয়েছেন।

তিনি বলেন, সিংড়া গুল-ই-আফরোজ কলেজ এবং সিংড়া দমদমা বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের রুমের মধ্যে পানি প্রবেশ করেছে। ফলে গোল-ই-আফরোজ কলেজে নিচতলা থেকে বানভাসি মানুষদের  দোতলা ও তিন তলায় স্থানান্তর করা হয়েছে। এছাড়া দমদমা বালিকা উচ্চ বিদ্যালয়ের রুমের এক পাশে পানি জমায় আশ্রিতদের পাশের কেজি স্কুলে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা হাসান বলেন, ‘নলডাঙ্গায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিও স্থির রয়েছে। ফলে আশা করা যায়, উপজেলার বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে।’

 

/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা