X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শাহীন চাকলাদারের হাতে যশোর আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিরাপদ নন

যশোর প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ২২:০৮আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২২:২৫

যশোরে যুবলীগের বিক্ষোভ সমাবেশ শাহীন চাকলাদারের হাতে যশোর আওয়ামী লীগের নেতা-কর্মীরা আর নিরাপদ নন মন্তব্য করে দলটির নেতারা বলেছেন, ‘শোকের মাস আগস্টে যুবলীগ নেতা অশোকসহ তিনজনকে রক্তাক্ত জখম করে আপনি (শাহীন চাকলাদার) নৌকার মাঝি হওয়ার যোগ্যতা হারিয়েছেন। আপনার হাতে দলের কোনও নেতা-কর্মীই নিরাপদ নয়।’ বুধবার (২৩ আগস্ট) বিকালে যশোর শহরের মণিহার চত্বরে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে নেতারা এই মন্তব্য করেন। যশোর সদর উপজেলা ও শহর যুবলীগ এই সমাবেশের আয়োজন করে।

যশোর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোসসহ তিনজনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও অশোকসহ নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবলীগের দু’টি ইউনিট এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। দলের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে উদ্দেশ করে সমাবেশে নেতারা বলেন, ‘যদি আমাদের কোনও কর্মীর ওপর হামলা করেন, চোখ রাঙিয়ে কথা বলেন- তাহলে যশোরের শান্তিপ্রিয় মানুষকে সঙ্গে নিয়ে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

যশোরে যুবলীগের বিক্ষোভ সমাবেশ শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদ হাসান মিলুর সভাপতিত্বে সমাবেশে নেতারা বলেন, ‘১১ আগস্ট আমাদের পূর্বঘোষিত মাসব্যাপী শোক কর্মসূচি বানচাল করতে শাহীন চাকলাদারের আশ্রিত সন্ত্রাসীরাই হামলা চালায় এবং যুবলীগ নেতা অশোক বোস, মমিনুল এবং শ্রমিক লীগ নেতা সেলিম পলাশকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। যা সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু যশোরের পুলিশ উল্টো অশোক, কাউন্সিলর আজিজুল ইসলাম, যুবলীগনেতা সৈয়দ মুনির হোসেন টগর, আলাউদ্দিন মুকুলসহ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেছে।’

নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদার অপসারণ দাবি করেন। তারা আরও বলেন, যশোরের প্রবেশমুখের সব রাস্তাঘাটের অবস্থা সুন্দর। কিন্তু শহরে ঢোকার পর রাস্তা খানাখন্দে ভরা। এইসব কাজের টেন্ডার আপনারা দুই ভাই (শাহীন চাকলাদার ও রেন্টু চাকলাদার) ছিনিয়ে নিয়ে নিম্নমানের মালামাল দিয়ে কাজ করিয়েছেন। আপনাদের রয়েছে সন্ত্রাসী বাহিনী, মাদক সিন্ডিকেট। আপনারাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।’

নেতারা এই সহিংসতার পথ পরিহার করার আহ্বান জানিয়ে বলেন,‘আমাদের দুর্বল ভাবার অবকাশ নেই। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আপনার গোটা কয় সন্ত্রাসীকে উৎখাত করার মতো শক্তি আমাদের আছে।’

বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু, যুবলীগ নেতা আলাউদ্দিন মুকুল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক লুৎফুল কবীর বিজু, পৌর কাউন্সিলর আজিজুল ইসলাম, শহিদুজ্জামান শহিদ, ওলামা লীগ নেতা রিয়াজুল ইসলাম, টিপু সুলতান, মনিরুজ্জামান, ইব্রাহিম হোসেন সোহাগ, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!