X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বগুড়া জেলা জজের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ২৩:০৪আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২৩:০৪

বগুড়া র প্রশাসনিক কর্মকর্তা আবু আউয়ালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। জজ কোর্টের আইনজীবী আতিক মাহমুদ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা ও দায়রা জজের কাছে লিখিত অভিযোগ করেছেন। আবু আউয়াল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেছেন, কেন এমন অভিযোগ আনা হলো তা তার বোধগম্য নয়।

অ্যাডভোকেট আতিক মাহমুদ অভিযোগ করেছেন, জেলা ও দায়রা জজ মিসকেস ও অন্যান্য বিষয়ে শুনানির জন্য যেসব নথি (এলসিআর) তলব করেন প্রশাসনিক কর্মকর্তা আবু আউয়াল বেশ কিছুদিন ধরে তা ধার্য তারিখে যথাসময়ে উপস্থাপন করেন না। ফলে এলসিআর না আসায় ওই শুনানির জন্য নতুন করে তারিখ ধার্য হয়। কিন্ত দায়রা সেশন শাখায় ১০০ টাকা দিলে তলব করা নথি জেলা ও দায়রা জজ আদালতে উপস্থাপন এবং তাৎক্ষণিক শুনানির ব্যবস্থা করা হয়। শুনানি শেষে আদালত ওই নথি অতিসত্বর নিম্ন আদালতে পাঠানোর আদেশ দিলেও তা দিনের পর দিন এমনকি মাসের পর মাস আটকে রাখা হয়। ফলে বিচারপ্রার্থীসহ আইনজীবীরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

অ্যাডভোকেট আতিক মাহমুদ আরও অভিযোগ করেন, প্রশাসনিক কর্মকর্তা আবু আউয়াল নথি (এলসিআর) নিম্ন আদালতে পাঠানোর জন্য ১০০ টাকা করে আদায় করে থাকেন। টাকা না দিলে নথি  ইচ্ছেমত আটকে রাখা হয়। এভাবে তিনি মাসে এক থেকে দেড় লাখ টাকা আয় করে থাকেন।

এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা আবু আউয়াল বুধবার (২৩ আগস্ট) বিকালে এ প্রতিবেদককে জানান, আদালতে নথি উপস্থাপন, সরবরাহ বা পেশ করার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। এসব কাজ পেশকার ও অন্যরা করে থাকেন। অ্যাডভোকেট আতিক মাহমুদের অভিযোগটি তিনি জেলা ও দায়রা জজের কাছে জমা দিয়েছেন। তিনি বলেন,‘কেন আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা নেই।’

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি