X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে শিশুশিক্ষার্থী হাসপাতালে

বগুড়া প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ০৪:২১আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ০৪:২৫

মাদ্রাসা শিক্ষকের নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী, ছবি- প্রতিনিধি বগুড়ার দুপচাঁচিয়ায় ক্লাসে অনুপস্থিত থাকায় মাদ্রাসার সুপার মাওলানা আবদুল লতিফের মারধরে বিপ্লব আলম (১২) নামের শিশুশিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত ২২ আগস্ট নির্যাতনের ওই ঘটনায় সমঝোতার চেষ্টা অব্যাহত থাকায় বুধবার (২৩ আগস্ট) বিকাল পর্যন্ত মামলা হয়নি। এতে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে অভিযুক্ত সুপার বলেছেন, ‘ক্লাসে নিয়মিত হতে তাকে শাসন করা হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিপ্লব আলম দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়ার ট্রাক চালক জাহাঙ্গীর আলমের ছেলে। সে উপজেলা সদরের মিফতাহুল কওমি হাফেজিয়া মাদ্রাসার আরবি বিভাগের ছাত্র। আলম গত চার-পাঁচ দিন মাদ্রাসায় যায়নি। গত ২২ আগস্ট সকালে তার বাবা তাকে মাদ্রাসায় রেখে বাসায় ফেরেন। কিছুক্ষণ পর সুপার আবদুল লতিফ তাকে ডেকে বেত দিয়ে মারপিট ও বাহিরে না যেতে নির্দেশ দেন।

রাতে এশার নামাজের সময় ওই শিশু মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে পৌঁছে। রাতেই শিশুটির বাবা আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে শিশুটির বাবা ট্রাক চালক জাহাঙ্গীর আলম বুধবার মোবাইল ফোনে জানান, তিনি রংপুরে রয়েছেন। সেখান থেকে ফিরে তার সন্তানকে নির্যাতনকারী শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

এ ব্যাপারে ওই মাদ্রাসার সুপার আবদুল লতিফ বলেন, ‘বিপ্লব আলম নিয়মিত মাদ্রাসায় আসে না। এলেও কাউকে না জানিয়ে চলে যায়। তাই তাকে শাসন করা হয়েছে।’

দুপচাঁচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘শিক্ষার্থীকে মারধরের কথা শুনে থানার এসআই আব্দুস সালামকে পাঠিনো হয়েছিল। বিকাল পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা