X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঈদের আগে ভাতা নিয়ে অনিশ্চয়তায় কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধারা

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
২৪ আগস্ট ২০১৭, ১৪:৪৩আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৪:৪৮

কিশোরগঞ্জ কিশোরগঞ্জসহ সারাদেশে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের সম্মানিভাতা বন্ধ করেনি সরকার। গত জুন পর্যন্ত বোনাসসহ সম্মানিভাতা পেয়েছেন তারা। কিন্তু এবার ঈদুল আজহার আগে তাদের নামে বোনাসসহ তিন মাসের ভাতা বরাদ্দ দেওয়া হলেও তা পাওয়া নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

ভাতা পেতে গত কয়েকদিন ধরে মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন দফতরে ছোটাছুটি করছেন। কিন্তু প্রশাসন থেকে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না। ঈদের আগে ভাতা ও বোনাস পাওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা দুশ্চিন্তায় পড়েছেন।

জানা গেছে, গত ১০ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক সার্কুলারের ১৭ নম্বর নির্দেশনার বেড়াজালে পড়ে এ অস্পষ্টতা তৈরি হয়েছে। এ নির্দেশনার কারণে জেলা প্রশাসনও বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না।

মন্ত্রণালয়ের উপ-সচিব (বাজেট) মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত ওই সার্কুলারে মুক্তিযোদ্ধাদের জুলাই- সেপ্টেম্বর প্রান্তিকের ভাতা ও বোনাসসহ ৯৬৩ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার ৩ হাজার ৫৭৭ জন মুক্তিযোদ্ধার বিপরীতে বরাদ্দ দেওয়া হয় ১৮ কোটি ৭২ লাখ ৫৫ হাজার টাকা। প্রতি মুক্তিযোদ্ধার জন্য ৫২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

একই সঙ্গে এ সার্কুলারে ১৯টি নির্দেশনা দেওয়া হয়। এগুলোর মধ্যে ১৭ নম্বর নির্দেশনায় বলা হয়, ‘উপজেলা যাচাই-বাছাই কমিটি কর্তৃক যাদেরকে মুক্তিযোদ্ধা নন বলে প্রতিবেদন দিয়েছেন তাদের ভাতা আপাতত না দিয়ে, কেন ভাতা বন্ধ করা হবে না তার কারণ দর্শানোর নোটিশ দিতে হবে।’

বুধবার (২৩ আগস্ট) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করে জানা গেছে, এখন পর্যন্ত তারা কোনও মুক্তিযোদ্ধাকে কারণ দর্শানোর নোটিশ দেননি।

কিশোরগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা মাধব গোবিন্দ দাস (গেজেট নং: ৩৬৩০) বলেন, ‘কিশোরগঞ্জ সদরে ২৫০ জন মুক্তিযোদ্ধার মধ্যে ৪৮ জন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাকে যাচাই-বাছাইয়ে বাদ দেওয়া হয়। আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নির্দেশনা অনুযায়ী আপিলও করি। সেই আপিলের রায় এখন পর্যন্ত দেওয়া হয়নি।’

তিনি জানান, গত ২২ জানুয়ারি কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এরপরও তাদের ভাতা বন্ধ হয়নি। তারা গত রোজার ঈদের বোনাসসহ জুন পর্যন্ত ভাতা পেয়েছেন। তাহলে কেন হঠাৎ করে ঈদের আগে তাদের নামে টাকা বরাদ্দ দেওয়ার পরও ভাতা দেওয়া হচ্ছে না তা তিনি বুঝতে পারছেন না।

মুক্তিযোদ্ধারা জানান, এ খবর জানার পর তারা গত ২১ আগস্ট কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দিয়েছেন।

মুক্তিযোদ্ধা নূরুল হক (গেজেট নং: ১৯০) জানান, মন্ত্রণালয় যে যাচাই-বাছাইয়ের ওপর ভিত্তি করছে-এটি একটি প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া। এ ব্যাপারে হাইকোর্টে অনেক মামলা-মোকোদ্দমা এবং রিটও হয়েছে।

তিনি বলেন, ‘কিশোরগঞ্জ সদরে যে ৪৮ জনকে বাদ দেওয়া হয়েছে, তারা সবাই গেজটভুক্ত মুক্তিযোদ্ধা। তাছাড়া সবাই জামুকাতে আপিলও করেছেন। এ ভাতার ওপর অনেকে নির্ভরও করেন। কাজেই মন্ত্রণালয় যদি আমাদের আপিলের রায়ের পরে এ সিদ্ধান্ত দিতেন তবুও বুঝতাম। এটি মুক্তিযোদ্ধাদের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই না। সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুল্লার নির্বাচনের সময় যারা বিরোধিতা করেছে তাদেরকেই দেখে দেখে বাদ দেওয়া হয়েছিল যাচাই-বাছাইয়ে। এটি ছিল আসাদুল্লার নির্বাচন কেন্দ্রিক প্রশ্নবিদ্ধ যাচাই-বাছাই।

কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের সঙ্গে ফোনে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমিও একটা সিদ্ধান্তে যেতে মন্ত্রণালয়সহ বিভিন্ন জেলায় খোঁজ-খবর রাখছি। তবে এখন পর্যন্ত বিষয়টি সুরাহা করা যায়নি। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি শেষ পর্যন্ত কোনও ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যায় কিনা।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা