X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘উত্তরাঞ্চলকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করতে হবে’

লালমনিরহাট প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ১৬:৩৫আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৬:৩৯

লালমনিরহাটে বিএনপি’র সংবাদ সম্মেলন

লালমনিরহাটসহ উত্তরাঞ্চলকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। এছাড়াও ভারতের সাথে আলোচনা করে পানির ন্যায্য হিস্যার দাবিও জানানো হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে লালমনিরহাট জেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও রংপুর বিভাগীয় ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক আব্দুস সালাম।


এসময় আব্দুস সালাম বলেন, ‘বন্যায় লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ৭টি জেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় যেসব মানুষ মারা গেছেন তাদের দাফন করার জন্য একখণ্ড শুকনা জায়গাও ছিল না। বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, বানভাসি নিহত পরিবারগুলোর পাশেও সরকারের কেউ দাঁড়ায়নি। কুড়িগ্রামের বন্যাদুর্গত আনোয়ারা বেগম নৌকায় সন্তান প্রসব করেছেন। অথচ সরকারের কোনও কর্মকর্তা কিংবা মন্ত্রী-এমপি কেউই এই বানভাসি নারীর পাশে দাঁড়ায়নি কিংবা তাকে চিকিৎসা কেন্দ্রেও নেওয়া হয়নি।’ ওই নারীকে বিএনপি সহযোগিতা করেছে বলে দাবি করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে ষোড়শ সংশোধনী সম্পর্কেও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর এ সদস্য। আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে সরকারের মুখপাত্র হিসেবে অভিহিত করেন তিনি। এ ব্যাপারে আব্দুস সালাম আরও বলেন, ‘এই সরকার যেনতেন একটি নির্বাচন করে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ষড়যন্ত্র করছে। এখন বিচার বিভাগকে সরকারের কব্জায় নিতে প্রধান বিচারপতি এসকে সিনহাকে চাপ দিচ্ছে। এই সরকার ভয়ঙ্কর খেলায় মেতেছে।’

অর্থমন্ত্রী এমএ মুহিতের সমালোচনা করে তিনি বলেন, ‘ব্যাংক থেকে যারা কোটি কোটি টাকা লুটপাট করে নিচ্ছে তাদের বিচার করছে না সরকার। সরকার শুধু খালেদা জিয়া ও তারেক রহমানকে শাস্তি দিতে মরিয়া হয়ে উঠেছে। এমন কী তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে দুর্নীতির মামলার অনুমতি না দেওয়ায় প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ক্ষেপেছে। অথচ এই প্রধান বিচারপতিকে তারাই নিয়োগ দিয়েছে। এখন তাদের অন্যায় আবদার না শোনায় প্রধান বিচারপতির বিরুদ্ধে বিষোদগার করছে।’

তিনি আরও বলেন, ‘দেশে বন্যা হয়েছে এবং বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জানানোয় ছাত্রলীগ হিসেবে পরিচিত ইমরান এইচ সরকারকে আওয়ামী লীগ সরকারের লোকজনই পিটিয়েছে। এই সরকার বন্যা হয়েছে স্বীকার করতে চায় না। মানুষ মারা গেছে সেটাও বলে না। এই কথা রেড ক্রিসেন্টকেও বলছে না।’


বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও লালমনিররহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক ও ত্রাণ বিতরণ কমিটির সদস্য সচিব আমিনুর রশিদ ইয়াসিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম ও লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা