X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বন্যার পানি নামলেও দুর্ভোগ শেষ হয়নি জামালপুরের ১০ লাখ মানুষের

জামালপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৭, ১১:২০আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১১:২০

বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ রয়ে গেছে জামালপুরে (ছবি: প্রতিনিধি) পর পর দুইবারের বন্যায় জামালপুরের সাত উপজেলা দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়েছে। দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ী, জামালপুর সদর,  বকশীগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জে সাড়ে দশ লাখ মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। পানি নেমে গেলেও বন্যা কবলিত এলাকার রাস্তা-ঘাট, ঘরবাড়ি, ঘরের আসবাবপত্র, আবাদী জমি, মাছ চাষের পুকুর সবখানেই ক্ষতির চিহ্ন রয়ে গেছে।

জেলা প্রশাসনের তথ্য মতে, বন্যায় ৭ উপজেলার ৮টি পৌরসভা, ৬২টি ইউনিয়নের ৬৭৪ গ্রামের ১ হাজার ২৮৪ বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যার পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. হানিফ  জানান, বন্যায় জেলায় মোট ৫০ হাজার ১২৭ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে রোপা আমন ও বীজতলা এবং বিভিন্ন সবজি ক্ষেত। বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ রয়ে গেছে জামালপুরে (ছবি: প্রতিনিধি)

সড়ক ও জনপথের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.নজরুল ইসলাম বলেন, বন্যায় ১৫ কিলোমিটার কাঁচা সড়ক সম্পূর্ণ ও ৬৮৬ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও বন্যায় ২ কিলোমিটার পাকা সড়ক সম্পূর্ণ ও ৪’শ এক কিলোমিটার পাকা সড়ক আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি বলেন, এবারের বন্যায় জেলায় ২৫ কিলোমিটার বাঁধের আংশিক ক্ষতি হয়েছে।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক জানান, বন্যায়  ১ হাজার ৮৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করায় ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭১১টি প্রাথমিক ও ৩৭২টি মাধ্যমিক স্কুল রয়েছে। বন্যায় জেলায় মোট ৩০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান অংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাসেল সাবরিন জানান, বন্যাদুর্গত এলাকায় ৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এ সব আশ্রয়কেন্দ্র ২০৮টি পরিবারের ৮৭২ জন বানভাসী মানুষ আশ্রয় নিয়েছেন। বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ রয়ে গেছে জামালপুরে (ছবি: প্রতিনিধি)  

জামালপুর জেলার  মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মজিদ বলেন, জামালপুর জেলায় এবারের বন্যায় ৭ হাজার ৯৯৫ জন মৎস্য পুকুর মালিকের ৯ হাজার ৩৪৪ টি পুকুর/ খামার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের বন্যায় জেলায় মৎস্য ক্ষতি হয়েছে এক হাজার ৫৪১ দশমিক সাত হেক্টর আয়তন পুকুর/দিঘী ও খামার এবং পাঁচ হাজার ৫৯৬ দশমিক ১২ লাখ টাকার মাছ।

জামালপুর সিভিল সার্জন ডা. মোশায়ের-উল ইসলাম রতন জানান, জেলায় বন্যদুর্গত এলাকায় ৭৭টি মেডিক্যাল টিম কাজ করে যাচ্ছেন। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা একেএম শহীদুল ইসলাম জানান, বন্যা পরবর্তী কোনও রোগ বালাই নেই বললেই চলে। তবে স্বাভাবিক নিয়মে দু’ একজন ডায়রিয়ার রোগী পাওয়া গেছে। বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ রয়ে গেছে জামালপুরে (ছবি: প্রতিনিধি)

অসহায় বন্যা দুর্গতদের মধ্যে বিভিন্ন বেসরকারি সংস্থা এখনও তাদের ত্রাণ সরবরাহ চালিয়ে যাচ্ছে। তবে সরকারি ত্রাণ বিতরণের ক্ষেত্রে স্থানীয় বানভাসী মানুষদের অভিযোগ ছিল ব্যাপক। কোথাও কোথাও  সরকারি ত্রাণ সামগ্রী না পাওয়ারও অভিযোগ শোনা গেছে। এব্যাপারে জামালপুর সংরক্ষিত আসনের এমপি মাহজাবিন খালেদ বেবী বলেন, ‘সুষ্ঠু তদারকীর অভাবে বন্যার্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হলেও কোথাও কোথাও ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠেছে। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষেরা যেন সরকারি ত্রাণ হাতে পায় সে ব্যাপারে সর্তক দৃষ্টি রাখা হয়েছে।’

ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মসিউর রহমান বাদল বলেন, ‘বন্যার পানিতে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। বানের পানিতে তাদের ক্ষেতের সব ফসল এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। অল্প কয়েকদিনের ব্যবধানে পর পর দুই বার বন্যায় এ অঞ্চলের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বন্যায় রাস্তা ঘাট ভেঙে যাওয়ায় মানুষের চলাচল কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। এরই মধ্যে বন্যার পানি নেমে যাওয়ায় লোকজন তাদের নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছে। তবে দুই বারের বন্যায় বেশিরভাগ পরিবারের ঘরের সব আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। বন্যার তীব্রতায় কোথাও কোথাও ঘরবাড়ির মাটির মেঝে, খুঁটি ও চালা ভেঙে গেছে। সরকারি অর্থ সহায়তা নিয়ে কেউ কেউ নতুন করে ঘর তোলার চেষ্টা করছেন’

আরও পড়ুন- বন্যায় রংপুর অঞ্চলের ৭ সড়কে এখনও যান চলাচল বন্ধ


/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ