X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে কোরবানির আগে ভাতার দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতনিধি
২৭ আগস্ট ২০১৭, ০৩:৩৭আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ০৩:৪১

কোরবানির আগে ভাতার দাবিতে মানববন্ধনে মুক্তিযোদ্ধারা কোরবানি সামনে রেখে এখনও ভাতা না পাওয়ায় কিশোরগঞ্জ জেলাসদরসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা দুশ্চিন্তায় পড়েছেন। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও ভাতা প্রাপ্তির বিষয়ে তারা পাচ্ছেন না কোনও সুষ্ঠু সমাধান। এ কারণে কিশোরগঞ্জ জেলা সদর ও বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা আলোচনা সভা ও মানববন্ধন করেছেন।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠের শহীদ মিনার চত্বরে শতাধিক মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্তির বিষয়ে আলোচনা সভা করেন। সভা শেষে তারা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মো. রুকন উদ্দিন, মাধব গোবিন্দ দাস, মো. নাজমুল আলম, জামাল উদ্দিন, ডা. আমির হোসেন, মজিবুর রহমান, আব্দুল নৌশাদ,আবু সালেক, নুরুল হক প্রমুখ।

বক্তারা বলেন, ঈদের আগে ভাতা প্রদান নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। মুক্তিযোদ্ধাদের ওপর মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

জানা গেছে, গত ১০ আগস্ট মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক সার্কুলার জারি করে। ওই সার্কুলারের ১৭ নম্বর নির্দেশনার বেড়াজালে পড়ে ভাতা প্রদানে অস্পষ্টতা তৈরি হয়েছে। এই নির্দেশনার কারণে জেলা প্রশাসনও বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না।

ভাতার দাবিতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ মন্ত্রণালয়ের উপ-সচিব (বাজেট) মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই সার্কুলার অনুযায়ী মুক্তিযোদ্ধাদের জুলাই- সেপ্টেম্বর প্রান্তিকের ভাতা ও বোনাসসহ ৯৬৩ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার ৩ হাজার ৫শ’ ৭৭ জন মুক্তিযোদ্ধার বিপরীতে বরাদ্দ দেওয়া হয় ১৮ কোটি ৭২ লাখ ৫৫ হাজার টাকা।অর্থাৎ প্রত্যেক মুক্তিযোদ্ধার জন্য ৫২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

একই সঙ্গে এ সার্কুলারে ১৯টি নির্দেশনা দেওয়া হয়। এগুলোর মধ্যে ১৭ নম্বর নির্দেশনায় বলা হয়, ‘উপজেলা যাচাইবাছাই কমিটি যাদের মুক্তিযোদ্ধা নন বলে প্রতিবেদন দিয়েছে, তাদের ভাতা আপাতত প্রদান না করে, কেন ভাতা বন্ধ করা হবে না, তার কারণ দর্শানোর নোটিশ প্রদান করতে হবে।’

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করে জানা গেছে, এখনও তারা কোনও মুক্তিযোদ্ধাকে কারণ দর্শানোর নোটিশ দেয়নি।

মুক্তিযোদ্ধারা জানান, এ খবর জানার পর তারা গত ২১ আগস্ট কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপিও দিয়েছেন। কিন্তু কোনও সুষ্ঠু সুরাহা মিলছে না।

 

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়