X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমার সীমান্ত সিল করে দেওয়া হয়েছে: বিজিবি মহাপরিচালক

কক্সবাজার প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৭, ১৮:৩৪আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৮:৩৪

বিজিবি মহাপরিচালকের সীমান্ত পরিদর্শন রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।  রবিবার (২৭ আগস্ট) বিকাল ৪টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবি সদা প্রস্তুত রয়েছে উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে কোনও বিদেশি নাগরিককে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। অনুপ্রবেশ ঠেকাতে যেকোনও ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বিজিবি। রোহিঙ্গারা সুনাগরিক– সেটা তাদেরই প্রমাণ করতে হবে।’ মেজর জেনারেল আবুল হোসেন আরও বলেন, ‘মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী-বিজিপির পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপর ছোড়া গুলি বাংলাদেশ সীমানায় আসেনি। যদি বাংলাদেশের সীমানায় আসে আমরা সমুচিত জবাব দেবো।’ যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে সীমান্তের ক্যাম্পগুলোতে বিজিবির সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’ এসময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সতর্ক অবস্থায় বিজিবি গত বৃহস্পতিবার রাত থেকে রাখাইনে ফের সহিংসতা ছড়িয়ে পড়ে। সন্ত্রাসী হামলার জের ধরে রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোয় কঠোর অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সেখানে ৯০ জনের মতো নিহত হয়েছেন। জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। তাদের ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি করছে বিজিবি।

 

/এনআই/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া