X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বন্যার ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা সুনামগঞ্জে

সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৭, ২১:০১আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ২১:০১

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সুনামগঞ্জে মৌসুমি বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে জেলার ১১টি উপজেলার মধ্যে ১০টিই ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। বন্যায় ১৩ হাজার ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজার পরিবার। এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সাহায্য চেয়েছেন ক্ষতিগ্রস্তরা।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা যায়, জেলা সদর, দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছাতক, দিরাই, শাল্লা, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা উপজেলার ৫৩টি ইউনিয়নের ৭১৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গ্রামের মধ্যে সদর উপজেলার ৬৪টি, দক্ষিণ সুনামগঞ্জে ৭০ টি, ছাতকে ১৯টি, দোয়ারাবাজারে ১৯৮টি, তাহিরপুরে ১৭৯টি, বিশ্বম্ভরপুরে ৬৫টি, জামালগঞ্জে ৬৭টি ও ধর্মপাশায় ৫১টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এসব এলাকার ১০ হাজার ৪৭৫ হেক্টর জমির রোপা আমন ও বীজতলা নষ্ট হয়ে গেছে। অন্যাদিকে দুর্গত এলাকার ২৯০টি গভীর নলকূপ, ৬০৮ টি অগভীর নল কূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। সুনামগঞ্জে ত্রাণের জন্য অপেক্ষমাণ লোকজন  

জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় ১ লাখ ৬৮ হাজার মানুষ ভিজিএফ এর মাধ্যমে সরকারি খাদ্য সহায়তা পাচ্ছেন। এর বাইরে থাকা লোকজনের মধ্যে জিআর চাল বিতরণ করা হয়েছে। এছাড়া দুর্গত এলাকার ঘরবাড়ি মেরামতের জন্য ৯৬১ বান্ডিল টিন ও গৃহ নির্মাণ মজুরি বাবদ ২৮ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অক্টোবর ও সেপ্টেম্বর মাস পর্যন্ত ভিজিএফ এর মাধ্যমে খাদ্য সহায়তা দেবে সরকার। দুর্গত এলাকায় ৬৩৭ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।

জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.  ইউসুফ আল আজাদ বলেন,  ‘স্বল্পমেয়াদী বন্যায় দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা এখনও সচল হয়নি। সরকারের পাশপাশি বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তবানরা দুর্গত মানুষর প্রতি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। ত্রাণ স্বল্পতার কারণে মানুষ এখনও কষ্ট পাচ্ছে।’  

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘দুর্গত এলাকার পুনর্বাসনের কাজ চলছে।  ভেঙে যাওয়া সড়কের সংস্কার কাজও চলমান রয়েছে। ঘরবাড়ি হারিয়েছেন যারা তাদের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বন্যার্তদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে দুর্গতদের মধ্যে জিআর চাল ও ভিজিএফএর চাল বিতরণ করা হয়েছে।’


আরও পড়ুন- ‘মাইগা মুইগা পোলাপানরে কোরবানির গোশত খাওয়ানি লাগবো’

 

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট