X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৫

 

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে আনিস (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মিঠামইন থানার ওসি আলমগীর হোসেন, উপ-পরিদর্শক সিরাজসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলার ঘাগড়া ইউনিয়নে খলাপাড়া গ্রামে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মারামারি থামাতে গিয়ে তিনিসহ চারজন ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন। এক পুলিশ সদস্যকে মিঠামইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিসহ অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, ‘সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের সাত রাউন্ড ফাঁকা গুলি করেছে। গুলি না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো। ’

ওসি বলেন, ‘নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

স্থানীয়রা জানান, ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার সমর্থকদের মধ্যে এলাকার একটি পুকুরের পাড় নিয়ে উত্তেজনা চলছিল। রবিবার বিকালে এই পুকুরের ভাঙা পাড় দিয়ে যাওয়ার সময় বাচ্চু মিয়ার সমর্থকসহ দুই ব্যক্তি আহত হয়। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ গিয়ে দু’পক্ষকে শান্ত করে।

এলাকাবাসী জানান, সোমবার সকালে পুলিশ গিয়ে মানুষের যাতায়াতের সুবিধার জন্য পুকুরের পাড়টি মেরামতের উদ্যোগ নেয়। পাড় মেরামত শেষ হতে না হতেই পুলিশের সামনে দু’পক্ষের মধ্যে আরেক দফা কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ সময় দুপক্ষকে নিবৃত্ত করে পুলিশ ঘাগড়া বাজারের ইউনিয়ন পরিষদে গিয়ে অবস্থান নেয়।

এলাকার রতন কর জানান, কিছুক্ষণ পরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার-পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করেও তাদের সংঘর্ষ থামাতে পারেনি। 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা