X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জের প্রবাসীদের বাড়ি ফেরার উপলক্ষ ঈদ

মোহাম্মদ নুর উদ্দিন, হবিগঞ্জ
০৫ সেপ্টেম্বর ২০১৭, ০১:০৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ০১:৫৬

ঈদ মানেই স্বজনদের সঙ্গে নিয়ে আনন্দ ঈদ এলেই শুরু হয় শহর থেকে গ্রামের টানে ফেরার দৌড়। ঘরে ফেরার এই টান কেবল শহর নয়, হবিগঞ্জের প্রবাসীদেরও টেনে নিয়ে আসে দেশে। বিদেশ-বিভূঁইয়ে থাকা হবিগঞ্জের প্রবাসীরা ঈদকেই বেছে নেন নিজেদের বাড়ি ফেরার উপলক্ষ হিসেবে। এর কারণেই গত কয়েকবছর ধরেই হবিগঞ্জের ঈদে লেগেছে নতুন মাত্রা। সারাবছর দেশের বাইরে কাটানো হবিগঞ্জের প্রবাসীরা ঈদের সময়েই ছুটি নিয়ে চলে আসেন দেশে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করে আবারও চলে যান যার যার কর্মস্থলে।
স্থানীয়রা বলছেন, হবিগঞ্জের প্রায় ১৫ শতাংশ মানুষ দেশের বাইরে থাকেন। তাদের কেউ চাকরিজীবী, কেউ ব্যবসা করেন। অনেকেই পরিবার নিয়েই বাস করছেন দেশের বাইরে। প্রবাসীদের হার সবচেয়ে বেশি নবীগঞ্জ উপজেলায়। এখানকার প্রবাসীদের মধ্যে আবার বেশিরভাগই থাকেন লন্ডনে। নবীগঞ্জের এসব প্রবাসীদের বেশিরভাগই ঈদের সময় চলে আসেন দেশে। দেশে থাকা স্বজনদের সঙ্গে আনন্দ-আড্ডায় সময় কাটিয়ে ফের তারা ফিরে যান কর্মব্যস্ততায়।
ঈদুল আজহাকে উপলক্ষ করেই ইতালি থেকে দেশে এসেছেন হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের ঘরের পাড়ের বাসিন্দা আলতাব হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৫ বছর হলো ইতালিতে থাকি। সচরাচর দেশে তো আসা হয় না। কিন্তু বাবা-মা বাড়িতে থাকেন। তাদের রেখে ঈদ করতে মন চায় না। তাই সারাবছরের সব ছুটি জমিয়ে ঈদের সময় দেশে চলে আসি। বাবা-মাও খুব খুশি হয়। দেখা হয় দেশের সব আত্মীয়-স্বজনদের সঙ্গেও। সব মিলিয়ে ঈদে বাড়ি এলে খুব ভালো সময় কাটে।’
ঈদের আমেজে নৌকা ভ্রমণ স্থানীয়রা বলছেন, ঈদে প্রবাসীদের ঘরে ফেরায় গোটা এলাকা আনন্দমুখর হয়ে ওঠে। এলাকার চায়ের দোকানগুলো জমজমাট হয়ে ওঠে এসময়। সকাল থেকে শুরু করে রাত ১০টা-১১টা পর্যন্তও চায়ের দোকানগুলোয় চলে আড্ডা। জেলার দর্শনীয় স্থানগুলোতেও এই সময়ে চাপ থাকে অনেক বেশি। প্রতিটি দর্শনীয় স্থানই সরগরম থাকে ঈদের আগে-পরের কয়েকটি দিন। এছাড়া নৌকায় চড়ে পরিবার-বন্ধুদের নিয়ে ভ্রমণ তো লেগেই থাকে।
হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের সৌদি আরব প্রবাসী খোকন মিয়া বলেন, ‘আড়াই বছর পর পরিবারের সঙ্গে ঈদ করতে সৌদি আরব থেকে দেশে এসেছি। পরিবারের সবাইকে নিয়ে ঈদ করতে পেরে অসম্ভব ভালো লাগছে।’ খোকন বলেন, ‘রোজার ঈদে আসতে চেয়েছিলাম, পারিনি। এবার কোরবানির ঈদে দেশে আসতে পেরে অনেক ভালো লাগছে।’
জেলার চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের লন্ডন প্রবাসী মো. গিয়াস উদ্দিন বলেন, ‘প্রতিবছর কোরবানির ঈদে দেশে আসার চেষ্টা করি। সারাবছর লন্ডনে ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। হুটহাট করে তো আর দেশে আসা যায় না, আসা হয়ও না। ঈদের আবার অন্যান্য জায়গায় থাকা আত্মীয়-স্বজনরাও বাড়িতে থাকেন। তাই যে করেই হোক, ঈদের সময় দেশে চলে আসি। আড্ডা-গল্প আর ঘোরাঘুরিতে দিব্যি কয়েকটি দিন চমৎকার কেটে যায়।’
সদর উপজেলার পইল গ্রামের সৌদি প্রবাসী সাঈদ উদ্দিন জানান, কেবল পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতেই তিনি দেশে আসেন। তিনি বলেন, ‘ছুটি শেষে তো সেই আবার নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে যেতে হবে। কিন্তু এই কয়েকটা দিনে যে চমৎকার সময় কাটে, তাতে করে আবার কাজে ফিরে যাওয়ার প্রেরণাটাও পাই।’

আরও পড়ুন-

এক মাসে মাদকসহ ৬ কোটি টাকা মূল্যের জিনিস উদ্ধার
নির্ধারিত সময়েই এ সরকারের অধীনে নির্বাচন: বাণিজ্যমন্ত্রী

 

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা