X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

মৌলভীবাজার প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৭, ০২:০৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ০২:৩৯

সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)। এ উপলক্ষে দলীয়ভাবে ঢাকা, মৌলভীবাজার ও সিলেটে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার দুপুরে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এছাড়া মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী। এছাড়া, বিকাল ৩টায় মৌলভীবাজার কোট রোডর পৌর জনমিলন কেন্দ্রে সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এম সাইফুর রহমানের জন্ম ১৯৩২ সালের ৬ অক্টোবর, মৌলভীবাজার শহরের বাহারমর্দনে। তার বাবা মোহাম্মদ আব্দুল বাছির, মা তালেবুন নেছা। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন তিনি। ছয় বছর বয়সে তার বাবা মারা যান। সে সময় তার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন চাচা মোহাম্মদ সফি।

গ্রামের মক্তব ও পাঠশালার শিক্ষা শেষ করে সাইফুর রহমান ১৯৪০ সালে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৪৯ সালে তিনি কৃতিত্বের সঙ্গে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। সিলেটের এমসি কলেজ থেকে আইকম পাস করে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি বার অ্যাট ল পড়তে চলে যান লন্ডনে। তবে সেখানে পৌঁছানোর পর তিনি বার অ্যাট ল না পড়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বিষয়ে পড়ালেখা করেন।

১৯৫৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ফেলোশিপ অর্জন করেন সাইফুর রহমান। এছাড়া, তিনি আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন।

১৯৬০ সালের ১৫ জুলাই বেগম দূররে সামাদ রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফুর রহমান। ২০০৩ সালে তার স্ত্রী ইন্তেকাল করেন। তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

রাজনীতিতে সাইফুর রহমানের যাত্রা শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠালগ্নে। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। পরে ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন ও ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে বিপুল ভোটে জয়ী হন তিনি।

২০০৬ সালের ৮ জুন সাইফুর রহমান সংসদে দ্বাদশ বাজেট পেশ করেন, যা দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যক বাজেট পেশের রেকর্ড। দীর্ঘদিন ধরে দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

মৌলভীবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, ‘সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান মৌলভীবাজার তথা বৃহত্তর সিলেটে যে উন্নয়ন করে গেছেন, সেটি দেশের রাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। গণমুখী রাজনীতির মাধ্যমেই তিনি সাধারণ মানুষের মনেও স্থান করে নিয়েছিলেন।’

আরও পড়ুন-
এক মাসে মাদকসহ ৬ কোটি টাকা মূল্যের জিনিস উদ্ধার

নির্ধারিত সময়েই এ সরকারের অধীনে নির্বাচন: বাণিজ্যমন্ত্রী

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস