X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে অ্যাসিডে দগ্ধ একই পরিবারের ৩ জন, আটক ৩

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৭

ময়মনসিংহ

ময়মনসিংহের হালুযাঘাট উপজেলায় একই পরিবারের তিন জনকে অ্যাসিডে ঝলসে দেওয়া হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে এবং বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে তিন জনকে আটক করা হয়। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা এসব তথ্য জানিয়েছেন।

অ্যাসিড দগ্ধরা হলেন- মরিয়ম আক্তার (২১), মহিরন আক্তার (১৪) ও রাসেল কবীর (২৩)। গুরুতর আহত অবস্থায় এই তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আটককৃত হলেন- মরিয়মের সাবেক স্বামী সোহেল রানা (৩০), সোহেল রানার সহযোগী আল আমিন (২৫) ও অ্যাসিড বিক্রেতা উজ্জল বর্মণ (৪০)।

হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলমগীর বলেন, ‘পুলিশের ধারণা, ডিভোর্সের দেওয়ার জের ধরে মরিয়ম ও অন্য দুই জনের ওপর অ্যাসিড নিক্ষেপ করে আটককৃত সোহেল রানা তার সহযোগী আল আমিন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ডলমন কুমার ধর জানান, মরিয়মের শরীরের শতকরা ১৮ ভাগ, রাসেলের শরীরের ২২ ভাগ ও মহিরনের শরীরের ২ ভাগ পুড়ে গেছে। কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ দিয়ে তাদের ঝলসে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গত ২০১৫ সালে হালুয়ঘাট পৌরসভার রঘুনাথপুর এলাকার আব্দুল হাই মেম্বরের ছেলে সোহেল রানার সঙ্গে কালাপাগলা গ্রামের আবুল কালামের মেয়ে মরিয়মের বিয়ে হয়। সোহেল রানা প্রথম বিয়ের তথ্য গোপন করে মরিয়মকে বিয়ে করায় দাম্পত্য কলহ বাধে। আট মাস আগে মরিয়ম সোহেলকে ডিভোর্স দেয়। এর জের ধরে মঙ্গলবার রাতে বসতঘরের জানালা দিয়ে সোহেল অ্যাসিড ছুড়ে মারে বলে ধারণা করা হচ্ছে। এসময় মরিয়ম ও তার দুই ভাই বোন বসতঘরের ভেতর বসে টেলিভিশন দেখছিল।

ওসি কামরুল ইসলাম মিঞা জানান, মরিয়মের বাবা আবুল কালাম বাদী হয়ে বুধবার হালুয়াঘাট থানায় একটি এজাহার দায়ের করেছেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা