X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমার থেকে পালিয়ে আসা শতবর্ষী হাজমা খাতুনের মুখে বঙ্গবন্ধুর কথা (ভিডিও)

আবদুল আজিজ, বালুখালী ঢালারমুখ ক্যাম্প থেকে
০৮ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৩

শতবর্ষী হাজমা খাতুন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা শতবর্ষী রোহিঙ্গা বৃদ্ধা হাজমা খাতুন। লোকমুখে তিনি শুনেছেন বাংলাদেশে শেখ মুজিবুর রহমান নামে এক নেতা ছিলেন। যিনি এই দেশকে স্বাধীন করেছেন। এই দেশের মানুষকে জুলুম-নির্যাতনের হাত থেকে বাঁচিয়েছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমাদের রাখাইনে যদি এই রকম নেতার জন্ম হতো, আজ দেশ স্বাধীন না হোক, অন্তত মিয়ানমারের নাগরিকত্ব তো পেতাম।’

মিয়ানমারের রাখাইন রাজ্যের খোয়ারবিল গ্রামে জন্ম শতবর্ষী হাজমা খাতুনের। এই নারীর দাবি, বয়স তার ১০৫ বছর পেরিয়ে গেছে। জন্ম থেকেই রাখাইনে বেড়ে ওঠা । সংসার জীবনে দুই মেয়ে ও পাঁচ ছেলের জননী তিনি। স্বামী মোহাম্মদ কালু মারা যাওয়ার পর থেকে ছেলে জকির আলমের সংসারে আছেন। কক্সবাজারের উখিয়ার বালুখালী ঢালারমুখ নতুন রোহিঙ্গা বস্তিতে হাজমা খাতুনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

শুধু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নয়, ব্রিটিশ আমলের যুদ্ধও দেখেছেন বলে দাবি হাজমা খাতুনের। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দু, মুসলিম অনেকেই পালিয়ে রাখাইন রাজ্যে আমার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। আমার স্বামী মোহাম্মদ কালু তাদের আশ্রয় দিয়েছিলেন। তখন আশ্রিত মানুষদের প্রতিদিন রান্না করে খাইয়েছি। সেবাযত্ন করেছি। আজ  নিজের সেই দেশ ছেড়ে এই দেশেই (বাংলাদেশে) আমাকে আসতে হলো।’

স্বজনদের সঙ্গে হাজমা খাতুন দীর্ঘ আলাপচারিতায় শতবর্ষী হাজমা খাতুন বলেন, ‘সংসার জীবনে কষ্ট কী কখনও বুঝিনি। দেশের নাগরিকত্ব না পেলেও নিজ দেশকে ভালবাসি। মাঝেমধ্যে রাখাইন অশান্ত হয়ে উঠলেও পরে তো পরিস্থিতি শান্ত হয়ে ওঠে। কিন্তু, এবারের মতো ভয়াবহ বর্বরতা আর কখনও দেখিনি। একের পর এক গ্রাম জ্বালিয়ে দেওয়া, সাধারণ মানুষকে দেখামাত্র গুলি করে হত্যা করা, নারীদের সবার সামনে ধর্ষণ করা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সে দেশের সেনাবাহিনীর।’

শতবর্ষী এই বৃদ্ধা বলেন, ‘১৯৭৮ সালে একবার পালিয়ে বাংলাদেশে এসেছিলাম। ছিলাম টেকনাফের হ্নীলার একটি রোহিঙ্গা বস্তিতে। মাত্র এক সপ্তাহের মাথায় আবার ফিরে যাই নিজ জন্মভূমি রাখাইনে। এরপর আর কখনও আসতে হয়নি বাংলাদেশে। চৌদ্দ পুরুষের ভিটে বাড়ি ছেড়ে আসতে চাইনি। কিন্তু, ভাগ্যের কী নির্মম পরিহাস! আবার ছাড়তে হলো নিজের জন্মভূমি। এই বাংলাদেশ না থাকলে আজ  কী যে হতো!’ কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়েন বৃদ্ধা হাজমা খাতুন।

তিনি  আরও বলেন, ‘বাড়িতে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু রয়েছে। ধানের চাষ করেছি ১০ কানি (চার একর)। মাঠে সবুজের হাতছানি। কিছুদিন পরেই ধান উঠবে ঘরে। কিন্তু, খেতে দিলো না মগরা (অমুসলিম)। যেদিন আমাদের এলাকার চেয়ারম্যান শামসুল আলমকে সেনাবাহিনী ধরে নিয়ে প্রকাশ্যে হত্যা করলো, তার পরের দিন ভোর রাতেই বের হই বাংলাদেশে উদ্দেশে। সঙ্গে ছেলে ও নাতি-নাতনিসহ প্রতিবেশী প্রায় একশো জনের মতো দৌড়াদৌড়ি শুরু করেন বাংলাদেশের সীমান্তের উদ্দেশে।’

হ্নীলায় গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে আশ্রয় মেলে হাজমা খাতুনের গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ জন পুলিশ সদস্যসহ বহু রোহিঙ্গা হতাহত হন। এঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের নামে সাধারণ মানুষকে হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন চালানো হচ্ছে। প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে উঠেছেন হাজার হাজার রোহিঙ্গা। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত এক লাখ ৬৪ হাজার মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করার কথা বলা হলেও স্থানীয় সূত্র মতে, এই সংখ্যা তিন লাখের ওপরে। এছাড়া নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নিয়েছেন আরও হাজার হাজার রোহিঙ্গা।

এর আগে গত বছরের ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে একইভাবে হামলার ঘটনা ঘটে। এসময় প্রাণ ভয়ে পালিয়ে আসেন প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা। এরপর আন্তর্জাতিক মহল নানাভাবে চাপ সৃষ্টি করে মিয়ানমার সরকারের ওপর। কিন্তু এর কোনও তোয়াক্কা না করে রাখাইনে ফের সেনা মোতায়েন করে মিয়ানমার।

আরও পড়ুন:  রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

 

/এফএস/এপিএইচ/
সম্পর্কিত
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!