X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মঠবাড়িয়ায় মামলার আসামি আ.লীগ সমর্থিত ৪ ইউপি চেয়ারম্যান

পিরোজপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:৩২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:৩৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সমর্থিত ৯ জন চেয়ারম্যানের মধ্যে ৪ জনই বর্তমানে বিভিন্ন মামলার আসামি। চলতি বছর ৩ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ১১টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত ৯ জন চেয়ারম্যান নির্বাচিত হন।

মঠবাড়িয়ার বিভিন্ন ইউনিয়নের ৪ চেয়ারম্যান, যাদের বিরুদ্ধে রয়েছে মামলা (বাম থেকে- হারুণ, নাসির, মিরাজ ও রিপন) বিভিন্ন মামলার আসামিরা হলেন- ২নং ধানীসাফা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনর রশিদ, ৬নং টিকিকাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রিপন, ৯নং শাপলেজা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মিরাজ মিয়া এবং ১১নং বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. নাসির উদ্দিন।

আওয়ামী লীগের সমর্থনে এবারই প্রথম তারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাদের বিরুদ্ধে, হত্যা, হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে মঠবাড়িয়া থানায় মামলা রয়েছে।

মঠবাড়িয়ার ৬নং টিকিকাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রিপনের বিরুদ্ধে গত বছরের ১৯ নভেম্বর উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুরা এলাকায় একতা ক্লাব ভাঙচুরের অভিযোগে থানায় মামলা হয়। পুলিশ সম্প্রতি এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে।

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রস্তুম আলী ফরাজীর ব্যক্তিগত সহকারী মাসুম বিল্লাহ বাদী হয়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় হুকুমের আসামি করা হয় শাপলেজা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মিরাজ মিয়াকে। মিরাজ মিয়া এ মামলায় জামিনে রয়েছেন।

সাংসদের উপর হামলার বিষয়ে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে মিরাজ মিয়া বলেন, ‘সংসদ সদস্য ডা. রস্তুম আলী ফরাজী সভায় বক্তব্য দেওয়ার সময় ছাত্রলীগ- যুবলীগকে চোর-ডাকাত বলেছিলেন। এতে কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাকে অবরুদ্ধ করে বক্তব্য প্রত্যাহারের দাবি জানায়, এর বেশি কিছু নয়।’

গত বছরের ২৫ জুলাই মঠবাড়িয়া শহরের কেন্দ্রীয় কালী মন্দিরের সামনে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে যুবলীগ কর্মী ইলিয়াস হোসেন লিটন পন্ডিত গুলিতে নিহত হন। এ ঘটনায় লিটন পন্ডিতের ভাই জাকির হোসেন পন্ডিত বাদী হয়ে পরদিন মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভূক্ত আসামি মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বড় মাছুয়া ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন।

তিনি এ মামলায় প্রথমে উচ্চ আদালত থেকে জামিন নেন। এরপর নিম্ন আদালতের বিচারক তার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছিলেন। বর্তমানে তিনি এ মামলায় জামিনে আছেন।

ধানীসাফা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তালুকদারকে হত্যার ঘটনায় তার ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে ৫ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি করা হয় ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধানীসাফা ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে।

হাবিবুর রহমান তালুকদার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, মামলার এজাহারে বাদী ধরে এনে মারধরের নির্দেশ, হত্যা, হত্যার পর লাশ গুমের চেষ্টার অভিযোগ এনেছেন। মামলার প্রধান আসামি ধানীসাফা ইউপি চেয়ারম্যানসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

তবে এসব মামলায় আসামি হওয়ার বিষয়ে সব চেয়ারম্যান প্রায় একই কথা বলেছেন। তাদের বক্তব্য, ‘রাজনৈতিক ভাবে হেয় করার জন্য’ বিভিন্ন মামলায় তাদেরকে আসামি করা হয়েছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস