X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রোহিঙ্গাদের এক জায়গায় রাখতে দুই হাজার একর জমি নির্ধারণ

আবদুল আজিজ, কক্সবাজার
১০ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫১

রোহিঙ্গাদের এক জায়গায় রাখার জন্য ২ হাজার একর জমি নির্ধারণ (ছবি: প্রতিনিধি) মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংস ঘটনায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বনবিভাগের দুই হাজার একর জমি নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে খুব দ্রুত কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। একইসঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব রোহিঙ্গার বায়োমেট্রিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও নিবন্ধন করার উদ্যোগও নেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল এসব তথ্য জানান।

সচিব শনিবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত দুই দিন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেছি। এতে আমাদের মনে হয়েছে রোহিঙ্গাদের সংখ্যা দিন দিন বাড়ছে। এসব রোহিঙ্গাদের অনেকেই বিচ্ছিন্নভাবে রয়েছে। বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা এসব রোহিঙ্গাদের মূলত এক জায়গায় করার জন্য কিছু জমি নির্ধারণ করেছি। নির্ধারিত জমিতেই রোহিঙ্গাদের জন্য সাময়িকভাবে ক্যাম্প তৈরি করা হবে। আর রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে তাদের নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে।’ কক্সবাজারে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা (ছবি: প্রতিনিধি)

মিয়ানমারের রাখাইনে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে প্রতিদিনই হাজার হাজার রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ৩ লাখ। এসব রোহিঙ্গারা টেকনাফ, উখিয়াসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। সীমান্তের এপারে পাহাড়ে, রাস্তায় আশ্রয় নিয়েছে অনেকে। আর একারণে এসব রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে বায়োমেট্রিক পদ্ধতিতে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য সংগ্রহ ও নিবন্ধনের সুবিধার জন্য মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নির্দিষ্ট জায়গায় জড়ো করার প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু করা হয়েছে। এই কাজে সহায়তা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বলেন, খুব অল্প সময়ে মধ্যে রোহিঙ্গাদের নাম, ঠিকানাসহ ছবি এবং আঙ্গুলের ছাপ সম্বলিত একটি তালিকা করা হবে। এজন্য পাসপোর্ট অধিদফতরকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই এই কার্যক্রম শুরু করা হবে। কক্সবাজারে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা (ছবি: প্রতিনিধি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের নিবন্ধন ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও এর আগে বলেছেন, ‘রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় দুই হাজার একর জমি নির্ধারণ করা হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এজন্য আন্তর্জাতিকভাবে মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ করা হচ্ছে।’

গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্য বহু রোহিঙ্গা হতাহত হয়। এঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের নামে সাধারণ মানুষ ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নি সংযোগসহ নানা ধরনের নির্যাতন চলছে। এ কারণে প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে এসেছেন হাজার হাজার রোহিঙ্গা।

আরও পড়ুন- 'এতদিন তো মাথা গোঁজার ঠাঁই ছিল, এখন তো রাস্তায় নামিয়ে দিলো’

/এফএস/
সম্পর্কিত
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
ক্যাম্পের বাইরে গিয়ে সেমিনার করেছেন রোহিঙ্গারা, ৩২ জন আটক
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
সর্বশেষ খবর
প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফোডেন
প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফোডেন
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বললেন পুতিন মিত্র
ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বললেন পুতিন মিত্র
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির