X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অবশেষে সীমান্তের অস্থায়ী পোস্ট সরিয়ে নিলো বিএসএফ

হিলি প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ০২:১১

হিলি সীমান্ত (ফাইল ফটো) দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখা ঘেঁষে বিজিবিকে না জানিয়ে অস্থায়ী ডিউটি পোস্ট নির্মাণ কাজ শুরু করলেও তা একদিন পর সরিয়ে নেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মাহবুব উল আলম বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাব-পিলারের বালুরচর নামক এলাকায় রেললাইনের পাশে সীমান্তের শূন্যরেখার ১০ গজ ভারত অভ্যন্তরে নির্মিত অস্থায়ী ডিউটি পোস্টটি নির্মাণ করা হচ্ছিলো।
এর আগে সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব উল আলম ও বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর মিথেল শেখর। দুই বাহিনীর বৈঠক শেষে অস্থায়ী পোস্ট সরিয়ে নেয় বিএসএফ।

সুবেদার মো. মাহবুব উল আলম বাংলা ট্রিবিউনকে জানান, আন্তর্জাতিক সীমারেখা আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখার দুই পার্শ্বের ১৫০ গজ এলাকায় নতুন করে কোনও স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু শনিবার দুপুরে সীমান্তের বালুরচর নামক এলাকায় শূন্যরেখার ১০ গজ ভারত অভ্যন্তরে বিজিবিকে না জানিয়ে তারা বাঁশ দিয়ে অস্থায়ীভাবে ডিউটি পোস্ট নির্মাণ কাজ শুরু করে। সেখানে পোস্ট নির্মাণ কাজ বন্ধ করতে বলি এবং বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে পত্র দেওয়া হয়। পরে বিকালে তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া