X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ১০

দিনাজপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৭, ০২:৫২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ০২:৫৭

দিনাজপুর মাদক উদ্ধারের নামে এক ব্যক্তিকে মারধর করায় দিনাজপুরের রামসাগর সড়কে হাজী দিঘীর মোড়ে ডিবি পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে দিনাজপুর সদরের মহব্বতপুর গ্রামে ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এসময় নুরুজ্জামান (২২) নামের এক ব্যাক্তির কাছে মাদক আছে বলে তাকে মারধর করে। এসময় এলাকাবাসী বাধা দিলে ডিবি পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ঘটে। একপর্যায়ে স্থানীয়দের ওপর ডিবি পুলিশ লাঠিচার্জ করলে ডিবি তাদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বেধে যায়। এ সময় সেখানে থাকা ডিবি পুলিশ পালিয়ে যায় এবং পরক্ষণে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর ওপর লাঠিচার্জ শুরু করে। এতে কমপক্ষে ১০ জন গ্রামবাসী আহত হয়।
এই ঘটনায় এলাকার লোকজন রাস্তায় এসে জড়িত ডিবি পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে। এসময় তারা সড়কে গাছের গুড়ি ও ইট দিয়ে অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। পরে রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করেন।
এলাকার লোকজন জানায়, প্রায়ই ডিবি পুলিশের লোকজন এখানে এসে নিরীহ জনগনকে হয়রানি করে। কিন্তু আসলেই যারা মাদকের সঙ্গে জড়িত তারা ধরাছোয়ার বাইরেই থাকে।
এলাকাবাসীর অভিযোগ, নুরুজ্জামান মাদকের সাথে জড়িত নয়, বিষয়টি জানানোর পরও তাকে মারধর করা হয়। এই বিষয়টি জানানোর পর উল্টো ডিবি পুলিশের লোকজন গ্রামবাসীর উপর চড়াও হয়ে মারধর করে চলে যায়। পরক্ষণে অতিরিক্ত পুলিশ এসে আবারও গ্রামবাসীদেরকে মারধোর করে। যার কারণে তাদের প্রতিহত করতে গ্রামবাসী রাস্তায় নেমে আসে।
এ ব্যাপারে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের মোবাইলে ) একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, কোনও পুলিশ আহত হয়নি। ঘটনার বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।

 

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট